পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কলকাতায় মারাঠি ছবি বানাচ্ছেন বাঙালি পরিচালক - Marathi film Bengali director

কলকাতায় চলছে মারাঠী ছবির শুটিং। ছবির পরিচালকও বাঙালি। কথা হচ্ছে মারাঠী ছবি 'অবাঞ্ছিত'-কে নিয়ে। দক্ষিণ কলকাতার নবীনা সিনেমা হলের কাছে চলছে ছবির শুটিং। খোঁজ নিল ETV ভারত সিতারা।

Marathi film in Kolkata

By

Published : Sep 10, 2019, 6:14 PM IST

Updated : Sep 12, 2019, 11:55 PM IST

কলকাতা : এই প্রথম কোনও মারাঠী ছবির শুটিং চলছে কলকাতায়। শুভ বসু নাগের পরিচালনায় সেই ছবিতে অভিনয় করছেন মারাঠী চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা। রয়েছেন ডাঃ মোহন আগাসে. কিশোর কদম, অভয় মহাজন, মৃন্ময়ী গোড়বোলে, রানা বসু ঠাকুর প্রমুখ। ফ্যাটফিশ এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড ও প্রীতম চৌধুরির প্রযোজনায় আসছে এই ছবি।

শুটিং শুরুর মুহূর্তে

অভিনেতা রানা বসু ঠাকুর আমাদের জানালেন, "ছবিতে অভিনয় করছেন মারাঠি অভিনেতা ডাঃ মোহন আগাসে, কিশোর কদম, অভয় মহাজন, মৃন্ময়ী গোডবলে, সুভাষ যোশী, মৃণাল কুলকর্ণী, যোগেশ সোমান, বাঙালি অভিনেতা বরুণ চন্দ। বাবা ও ছেলের গল্প বলবে 'অবাঞ্চিত'। সম্পর্কের বেশ কিছু স্তর আছে। ছবিটি বৃদ্ধাশ্রম কেন্দ্র করে। যেখানে সেই বাবা বৃদ্ধাশ্রমের প্রত্যেক আবাসিকের সঙ্গে অদ্ভুতভাবে জড়িয়ে যায়। ছবিতে অনেক আয়রনি আছে।"

ছবির পোস্টার...
শুটিংয়ের ফাঁকে...

ছবিতে DOP হিসেবে কাজ করছেন অতুল জাগডালে, স্ক্রিনপ্লে ও ডায়লগ লিখেছেন যোগেশ যোশি, ছবির সংগীত পরিচালক এবং ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন অনুপম রায়। লিরিক্স লিখেছেন ওঙ্কার কুলকার্নি। প্রোডাকশন ডিজ়াইন করেছেন অনু বসু। আর্ট ডিরেকশন করছেন অমিত দে। কস্টিউম ডিজ়াইন করেছেন জয়ন্তী সেন। ছবির মেকআপ করেছেন প্রসেনজিৎ। ছবির এক্জ়িকিউটিভ প্রডিউসার দেবলীনা সেন।

ছবির শুটিংয়ে...
Last Updated : Sep 12, 2019, 11:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details