কলকাতা : বিদেশে জ়ম্বিদের নিয়ে অনেক কাজ হয়েছে। ভারতবর্ষে সেভাবে কাজ হয়নি এই নিয়ে। বাংলায় তো একেবারেই হয়নি। সেদিক থেকে একেবারে অভিনব এই কনসেপ্ট। পরিচালক অভিরূপের সঙ্গে আবার কাজ করতে পেরে খুশি রুদ্রনীল। অভিনেতা জানালেন যে, অভিরূপ এই সমাজ ও মানুষকে অন্য চোখে দেখতে পারে।
রুদ্রনীল বলেন, "এই ধরনের ছবি বাংলায় হয়নি, ভারতেও হয়নি। আমি যে চরিত্রে অভিনয় করছি সেটা একটা রহস্য। গল্পটা আনফোল্ড করলে সেই রহস্যের মজাটা চলে যাবে। যখন জ়ম্বিরা আক্রমণ করা শুরু করে সমস্ত পরিষেবা বন্ধ হয়ে যায়। মানুষ নরখাদক হয়ে ওঠে। এই পরিস্থিতিতে দুটি চরিত্রকে মিট করে তনুশ্রী। এই ধরনের প্লট নিয়ে আগে ছবি তৈরি হয়নি। প্রত্যেকের পারফর্মেন্স খুব ভালো।"
তনুশ্রীর সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়েও কথা বললেন রুদ্রনীল। বললেন, "দীর্ঘ সময় ধরে তনুশ্রী আমার বন্ধু। আমার বেস্টফ্রেন্ডও বলতে পারেন। একটা সময় আমাদের মধ্যে একটা ভালোলাগার জায়গা তৈরি হয়। বন্ধুত্বের থেকেও বেশি গভীরতায় ঢুকে পড়ি আমরা। তারপর আমরা নিজেরাই বুঝতে পারি যে,আগের যে বন্ধুত্বটা ছিল সেখানে আমরা অনেক সহজভাবে মিশতে পারতাম। আলোচনা করতে পারতাম। বন্ধুত্বটাই বরং থাক। সেটাই বরং অনেক ভালো। তাই সেই বন্ধুত্বের জায়গাতেই রয়েছে আমাদের সম্পর্ক। একে অপরের প্রতি যে সম্মান ছিল, সেটাও রয়েছে। এতদিন যে আমাদের কাস্ট করা হল না, সেটা পরিচালকদের বিষয়। 'বেডরুম'-এর পর তো কেউ আমাদের কাস্টই করল না। আমাদের তরফ থেকে কোনওরকম নিষেধ ছিল না। আমরা দু'জনেই ভীষণ প্রফেশনাল। এবং আজকের দিনেও আমরা খুব ভালো বন্ধু। আমাদের প্রেম নিয়ে সবাই জানতে আগ্রহী। আমাদের মধ্যে যে একটা ভয়ঙ্কর ভালো বন্ধুত্ব আছে, সেটা নিয়ে জানতে কেউ আগ্রহী নয়।"
নভেম্বরে মুক্তি পেতে পারে 'জ়ম্বিস্তান'।