কলকাতা : দিন কয়েক আগে সুপার সাইক্লোন আমফান তছনছ করে দিয়ে গেছে শহর কলকাতাকে । এই পরিস্থিতিতে বাড়িতে বসে না থেকে নিজের সাংসদ হওয়ার দায়িত্ব পালন করলেন মিমি চক্রবর্তী । আমফান বিধ্বস্ত এলাকায় তদারকি করলেন । ETV ভারত সিতারাকে দিলেন গুরুত্বপূর্ণ বার্তাও ।
গড়িয়া, পাটুলি, গল্ফগ্রিন, যাদবপুরের বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখার পাশাপাশি সাহায্যের হাতও বাড়িয়ে দিলেন সাংসদ অভিনেত্রী । বললেন, "আমাদের জন্য এই উত্তাপের মধ্যেও যাঁরা নিরলসভাবে চব্বিশ ঘণ্টা কাজ করছেন, তাদের জলের বোতল, বিস্কুট, মুড়ি, গ্লুকোজ জল দিয়ে যদি পারেন তবে সাহায্য করুন..."
আমফানে ক্ষতিগ্রস্ত এলাকায় তদারকি মিমির, দেখুন ভিডিয়ো - Mimi chakrabarty latest news
আমফান মোকাবিলায় ফের একবার রাস্তায় নামলেন মিমি চক্রবর্তী ।
mimi chakrabarty fights amphaan
মিমি আরও বললেন, "এটাই মানুষকে বলতে চাই যে, আমাদের কাজ চলছে । এটা একটা ছোটোখাটো দুর্যোগ হয়নি, তবু আমরা চেষ্টা করছি পরিস্থিতি ঠিক করার জন্য । পাশে থাকুন । একটু ওই মানুষগুলোকেও সাহায্য করুন, যাঁরা বিদ্যুৎ ঠিক করতে এবং গাছ কাটতে আসছেন । আপনার একটু সহযোগিতা পেলে, ওঁরাও কাজটা তাড়াতাড়ি করবে । ওঁদের সঙ্গে কোনওরকম ঝামেলা করবেন না । আপনাদের কাছে অনুরোধ করছি, ভালো থাকবেন ।"
দেখে নিন সেই ভিডিয়ো...