পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

আমফানে ক্ষতিগ্রস্ত এলাকায় তদারকি মিমির, দেখুন ভিডিয়ো - Mimi chakrabarty latest news

আমফান মোকাবিলায় ফের একবার রাস্তায় নামলেন মিমি চক্রবর্তী ।

mimi chakrabarty fights amphaan
mimi chakrabarty fights amphaan

By

Published : May 26, 2020, 6:10 PM IST

কলকাতা : দিন কয়েক আগে সুপার সাইক্লোন আমফান তছনছ করে দিয়ে গেছে শহর কলকাতাকে । এই পরিস্থিতিতে বাড়িতে বসে না থেকে নিজের সাংসদ হওয়ার দায়িত্ব পালন করলেন মিমি চক্রবর্তী । আমফান বিধ্বস্ত এলাকায় তদারকি করলেন । ETV ভারত সিতারাকে দিলেন গুরুত্বপূর্ণ বার্তাও ।


গড়িয়া, পাটুলি, গল্ফগ্রিন, যাদবপুরের বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখার পাশাপাশি সাহায্যের হাতও বাড়িয়ে দিলেন সাংসদ অভিনেত্রী । বললেন, "আমাদের জন্য এই উত্তাপের মধ্যেও যাঁরা নিরলসভাবে চব্বিশ ঘণ্টা কাজ করছেন, তাদের জলের বোতল, বিস্কুট, মুড়ি, গ্লুকোজ জল দিয়ে যদি পারেন তবে সাহায্য করুন..."

.

মিমি আরও বললেন, "এটাই মানুষকে বলতে চাই যে, আমাদের কাজ চলছে । এটা একটা ছোটোখাটো দুর্যোগ হয়নি, তবু আমরা চেষ্টা করছি পরিস্থিতি ঠিক করার জন্য । পাশে থাকুন । একটু ওই মানুষগুলোকেও সাহায্য করুন, যাঁরা বিদ্যুৎ ঠিক করতে এবং গাছ কাটতে আসছেন । আপনার একটু সহযোগিতা পেলে, ওঁরাও কাজটা তাড়াতাড়ি করবে । ওঁদের সঙ্গে কোনওরকম ঝামেলা করবেন না । আপনাদের কাছে অনুরোধ করছি, ভালো থাকবেন ।"

.
আমাদের পাঠানো ভিডিয়োতে মিমিকে জোর কদমে তদারকি করতে দেখা গেল । শুধুমাত্র নির্দেশ দিয়েই থামলেন না তিনি, সশরীরে পর্যবেক্ষণ করলেন পুরো এলাকা । কথা বললেন মানুষের সঙ্গে । তাঁরাও সাংসদকে পাশে পেয়ে একটু নিশ্চিন্ত ।

দেখে নিন সেই ভিডিয়ো...

দেখে নিন ভিডিয়ো..

ABOUT THE AUTHOR

...view details