পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

আজ ভারত জুড়ে মুক্তি পেল 'শেষের গল্প' - টলিউড

গত মাসেই পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছিল জিৎ চক্রবর্তী পরিচালিত ছবি 'শেষের গল্প'। আর আজ রাজ্যের গণ্ডি পেরিয়ে সারা দেশ জুড়ে মুক্তি পাচ্ছে ছবিটি।

শেষের গল্প

By

Published : Aug 9, 2019, 2:24 PM IST

কলকাতা : রবীন্দ্রনাথ ঠাকুরের 'শেষের কবিতা'-র প্রধান দুই চরিত্র অমিত ও লাবণ্যর পরবর্তী জীবন কীরকম হতে পারে, সেটাই ছবির গল্প। কলকাতায় মুক্তি পাওয়ার পর ছবিটি দর্শকের ভালো লাগে। আর এবার গোটা ভারতের বিভিন্ন জায়গায় মুক্তি পাচ্ছে ছবিটি।

গতকালই ছিল ২২ শে শ্রাবণ অর্থাৎ কবিগুরুর প্রয়াণ দিবস। তাই কবিগুরুর কথা মাথায় রেখেই আজ দেশব্যাপী মুক্তি পেল 'শেষের গল্প'। পরিচালক জিৎ চক্রবর্তী ETV ভারত সিতারাকে বললেন, "আমার খুব ভালো লাগছে যে, ছবিটা গোটা দেশের দর্শক দেখতে পাবে। এর জন্য আমি PVRকে ধন্যবাদ জানাতে চাই। সেপ্টেম্বরে পুজোর আগে বিদেশেও মুক্তি পাবে ছবিটি। সেটা নিয়ে আমি এখন থেকেই খুব এক্সাইটেড।"

দেশের পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণে মুক্তি পেল ছবিটি। বেঙ্গালুরু, চেন্নাই, গুরুগ্রাম, নয়ডা, হায়দরাবাদ, মুম্বই এবং পুনের PVR'এর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। দেখে নিন...

প্রেক্ষাগৃহের তালিকা...

ABOUT THE AUTHOR

...view details