কলকাতা : সোনাদাকে মনে আছে তো ? ইতিহাসের অধ্যাপক সুবর্ণ সেন, যিনি বিলেত থেকে দেশে ফেরার পর গুপ্তধন উদ্ধার করেছিলেন । তাঁর সঙ্গে ছিল আবির আর ঝিনুক । ইতিমধ্যে দুটি ছবি হয়েছে সোনাদাকে নিয়ে । প্রথমটি 'গুপ্তধনের সন্ধানে' আর দ্বিতীয়টি 'দুর্গেশগড়ের গুপ্তধন'। লকডাউনের মাঝেই হয়ে গেল ছবিটির ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার । আর তা নিয়ে আনন্দিত ছবির কলাকুশলীরা ।
বক্স অফিসে ভালোই ব্যবসা করেছে 'দুর্গেশগড়ের গুপ্তধন'। এই ছবি বানিয়ে নজর কেড়েছেন পরিচালক ধ্রুব ব্যানার্জি । এ এক অন্য ধরনের রহস্য, রোমাঞ্চ । যাকে কেন্দ্র করে রয়েছে অনেকখানি গ্রাফিক্স ও অ্যানিমেশন। রয়েছে ইতিহাসকে তুলে ধরার অভিনব কৌশল। তাই এই ছবি বাঙালি দর্শকের মন জিতে নিয়েছে।