পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বাড়ি বসেই 'দুর্গেশগড়ের গুপ্তধন' দেখল টিম সোনাদা - world premier

লকডাউনের মাঝেই হয়ে গেল 'দুর্গেশগড়ের গুপ্তধন'-এর ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার ।

sdf
sdf

By

Published : Apr 27, 2020, 12:31 PM IST

Updated : Apr 27, 2020, 5:25 PM IST

কলকাতা : সোনাদাকে মনে আছে তো ? ইতিহাসের অধ্যাপক সুবর্ণ সেন, যিনি বিলেত থেকে দেশে ফেরার পর গুপ্তধন উদ্ধার করেছিলেন । তাঁর সঙ্গে ছিল আবির আর ঝিনুক । ইতিমধ্যে দুটি ছবি হয়েছে সোনাদাকে নিয়ে । প্রথমটি 'গুপ্তধনের সন্ধানে' আর দ্বিতীয়টি 'দুর্গেশগড়ের গুপ্তধন'। লকডাউনের মাঝেই হয়ে গেল ছবিটির ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার । আর তা নিয়ে আনন্দিত ছবির কলাকুশলীরা ।

বক্স অফিসে ভালোই ব্যবসা করেছে 'দুর্গেশগড়ের গুপ্তধন'। এই ছবি বানিয়ে নজর কেড়েছেন পরিচালক ধ্রুব ব্যানার্জি । এ এক অন্য ধরনের রহস্য, রোমাঞ্চ । যাকে কেন্দ্র করে রয়েছে অনেকখানি গ্রাফিক্স ও অ্যানিমেশন। রয়েছে ইতিহাসকে তুলে ধরার অভিনব কৌশল। তাই এই ছবি বাঙালি দর্শকের মন জিতে নিয়েছে।

ছবির ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হয়ে গেল লকডাউনের মাঝেই। এমনিতেই গৃহবন্দী অবস্থায় অনেকেই ছবি দেখে সময় কাটাচ্ছেন । তাই এই ধরনের বাংলা ছবি হলে তো কথাই নেই। এমনকী তারকারাও চোখ সরাননি টেলিভিশনের পর্দা থেকে।

সোনাদা সিরিজ় অসম্পূর্ণ আবির চ্যাটার্জি, অর্জুন চক্রবর্তী ও ইশা সাহাকে ছাড়া। তাঁরাই সোনাদা, আবির ও ঝিনুক। তাই 'দুর্গেশগড়ের গুপ্তধন' দেখতে তাঁরাও চোখ রেখেছিলেন টিভির পর্দায় । শুধু অভিনেতারা নয়, ছবিটি দেখেছেন ধ্রুবও । প্রত্য়েকেই তুলেছেন সেলফি । একেই বোধহয় বলে, "দূরে থেকেও কাছে আসার কৌশল"।

পরিচালক ধ্রুব ব্যানার্জি
আবির চ্যাটার্জি
অর্জুন চক্রবর্তী
ইশা সাহা
Last Updated : Apr 27, 2020, 5:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details