কলকাতা : 46 বছরে পা দিলেন রাজ চক্রবর্তী । আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জন্ম তাঁর । এমনিতেই এই বছরটা রাজের কাছে খুব স্পেশাল । এই প্রথমবার ছেলের সঙ্গে জন্মদিন পালন করবেন তিনি । তবে স্ত্রী শুভশ্রীর চুম্বন যেন আরও বিশেষ করে তুলল দিনটিকে ।
গভীর চুম্বনে রাজকে আলিঙ্গন করে রেখেছেন শুভশ্রী । জন্মদিনে এর থেকে মূল্যবান আর উষ্ণ উপহার কী হতে পারে ! যদিও জন্মদিনটা রাজের, তবুও কালো শাড়িতে অভিনেত্রীর দিক থেকে চোখ সরছে না ।