পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

জন্মদিনে রাজকে গভীর চুম্বন শুভশ্রীর - শুভশ্রী গাঙ্গুলির খবর

আজ রাজ চক্রবর্তীর জন্মদিন । বিশেষ দিনে স্ত্রী শুভশ্রীর কাছ থেকে বিশেষ কী পেলেন রাজ? উত্তর স্পষ্ট সোশাল মিডিয়া পোস্টে...

raj chakrabarty kissed subhashree ganguly
raj chakrabarty kissed subhashree ganguly

By

Published : Feb 21, 2021, 1:48 PM IST

কলকাতা : 46 বছরে পা দিলেন রাজ চক্রবর্তী । আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জন্ম তাঁর । এমনিতেই এই বছরটা রাজের কাছে খুব স্পেশাল । এই প্রথমবার ছেলের সঙ্গে জন্মদিন পালন করবেন তিনি । তবে স্ত্রী শুভশ্রীর চুম্বন যেন আরও বিশেষ করে তুলল দিনটিকে ।

গভীর চুম্বনে রাজকে আলিঙ্গন করে রেখেছেন শুভশ্রী । জন্মদিনে এর থেকে মূল্যবান আর উষ্ণ উপহার কী হতে পারে ! যদিও জন্মদিনটা রাজের, তবুও কালো শাড়িতে অভিনেত্রীর দিক থেকে চোখ সরছে না ।

ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করে শুভশ্রী লিখেছেন, "তুমি আমার সানশাইন, আমার চাঁদ, আমার তারা, আমার স্বপ্ন, আমার ভালো বন্ধু, আমার প্রেমিক, আমার স্বামী এবং আমার সন্তানের বাবা । তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি । জন্মদিনের অনেক শুভেচ্ছা তোমায় ।"

দেখে নিন তাঁর পোস্ট...

রাজকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ইটিভি ভারতের পক্ষ থেকে ।

ABOUT THE AUTHOR

...view details