কলকাতা : 'ধর্মযুদ্ধ'-এর শুটিং করতে পুরুলিয়া গেছেন রাজ-শুভশ্রী । সেখানে একেবারে প্রকৃতির কোলে পাহাড়ের ঢালে একটা রিসর্টে রয়েছেন তাঁরা । বাগানে ঘুরে বেড়াচ্ছে ময়ূর, রাতে ডাকছে শিয়াল..সব মিলিয়ে একেবারে বন্য পরিবেশে দিন কাটাচ্ছেন দম্পতি । তাই পশুপাখিদের ডাক নিপুণ ভাবে নকল করলেন অভিনেত্রী ।
রাজ নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন শুভশ্রীর সেই ডাক নকলের ভিডিয়ো । খুব অল্প সময়ের মধ্য়েই ভিডিয়োটি ভাইরাল হয়ে যায় । সেখানে শুভশ্রী কখনও ময়ূরের ডাক ডাকছেন, তো কখনও শিয়ালের । রাজের অনুরোধে নকল করে দেখালেন সিংয়ের হাই তোলাও ।