পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কখনও ময়ূর, কখনও সিংহ..প্রাকৃতিক পরিবেশে বন্য শুভশ্রী - শুভশ্রী গাঙ্গুলির খবর

কখনও ময়ূরের ডাক নকল করছেন তো কখনও সিংহের হাই তোলা...পুরুলিয়াতে প্রকৃতির কোলে একেবারে বন্য হয়ে উঠলেন শুভশ্রী ।

Subhashree Ganguly and Raj Chakrabary latest news
Subhashree Ganguly and Raj Chakrabary latest news

By

Published : Feb 13, 2020, 5:42 PM IST

কলকাতা : 'ধর্মযুদ্ধ'-এর শুটিং করতে পুরুলিয়া গেছেন রাজ-শুভশ্রী । সেখানে একেবারে প্রকৃতির কোলে পাহাড়ের ঢালে একটা রিসর্টে রয়েছেন তাঁরা । বাগানে ঘুরে বেড়াচ্ছে ময়ূর, রাতে ডাকছে শিয়াল..সব মিলিয়ে একেবারে বন্য পরিবেশে দিন কাটাচ্ছেন দম্পতি । তাই পশুপাখিদের ডাক নিপুণ ভাবে নকল করলেন অভিনেত্রী ।

রাজ নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন শুভশ্রীর সেই ডাক নকলের ভিডিয়ো । খুব অল্প সময়ের মধ্য়েই ভিডিয়োটি ভাইরাল হয়ে যায় । সেখানে শুভশ্রী কখনও ময়ূরের ডাক ডাকছেন, তো কখনও শিয়ালের । রাজের অনুরোধে নকল করে দেখালেন সিংয়ের হাই তোলাও ।

শুভশ্রীর দিক থেকে যেন চোখ ফেরাতে পারছিলেন না রাজ । ভিডিয়োর মধ্যেও শোনা যাচ্ছে রাজের প্রশংসা । তিনি শুভশ্রীকে বলছেন, "ইউ আর বিউটিফুল.." অন্যদিকে শুভশ্রীর কাছে শুধুমাত্র প্রকৃতিই সুন্দর । তবে নিজের প্রশংসা শুনে রাজকে ফ্লাইং কিস দিতে ভুললেন না অভিনেত্রী ।

দেখে নিন ভিডিয়ো..

রাজের পরিচালনায় 'ধর্মযুদ্ধ' ও 'হাবজি গাবজি' ছবিতে দেখা যাবে শুভশ্রীকে । সব মিলিয়ে তুমুল ব্যস্ততায় কাটছে সেলেব্রিটি দম্পতিদের প্রতিদিনের শিডিউল ।

ABOUT THE AUTHOR

...view details