পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

স্ত্রী ও মেয়েকে নিয়ে চিড়িয়াখানায় সৃজিত - srijit mukherji zoo trip

চিড়িয়াখানায় মেয়ের সঙ্গে বিভিন্ন পোজ়ে ছবি তুলতে দেখা গিয়েছে সৃজিতকে । আর এভাবেই নিজের ছেলেবেলার দিনগুলিতে ফিরে গিয়েছেন তিনি ।

sdf
sdf

By

Published : Dec 3, 2020, 11:01 PM IST

কলকাতা : শীত পড়তে না পড়তেই এবার স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও মেয়ে আইরাকে নিয়ে চিড়িয়াখানায় ঘুরতে গেলেন সৃজিত মুখার্জি । আর সেই মুহূর্তের একাধিক ছবি পোস্ট করেন সোশাল মিডিয়ায় ।

চিড়িয়াখানায় মেয়ের সঙ্গে বিভিন্ন পোজ়ে ছবি তুলতে দেখা গিয়েছে সৃজিতকে । আর এভাবেই নিজের ছেলেবেলার দিনগুলিতে ফিরে গিয়েছেন তিনি ।

ছবির ক্যাপশনে তিনি লেখেন, "12 বছর বয়স পর্যন্ত প্রত্যেকবার শীতে বাবার সঙ্গে চিড়িয়াখানায় যেতাম । আর আমার পাশাপাশি বাবাও এই বিষয়টা নিয়ে উৎসাহিত থাকত । ছোটোবেলায় চিড়িয়াখানায় বেড়াতে নিয়ে গিয়ে বাবা পশু-পাখিদের সম্পর্কে নানান গল্প শোনাতেন । কোনও কিছুই বদলায় না, সবকিছু ফিরে আসে অন্য কোনও উপায়ে ।"

এছাড়া চিড়িয়াখানায় যাওয়ার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করতে দেখা গিয়েছে মিথিলাকেও ।

ABOUT THE AUTHOR

...view details