কলকাতা : মধুচন্দ্রিমা সেরে বাংলাদেশে শ্বশুরবাড়ি গিয়েছিলেন সৃজিত মুখার্জি । বিয়ের পর প্রথমবার শ্বশুরবাড়িতে গিয়ে দারুণ জামাই আদর পেয়েছেন । তার সঙ্গে তাল মিলিয়ে চলেছিল খাওয়া দাওয়া । সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন রান্নার ছবি । সেখানে কী ছিল না ! ঝিরি ঝিরি আলুভাজা, লটে শুঁটকি, ডাল, কড়াই শুঁটি দিয়ে পাবদা মাছ, মুরগির ঝোল এবং বাঁধাকপি দিয়ে গোরুর গোস্ত । এই সব খাবারের পাশাপাশি ছবির ক্যাপশনে লেখেন, "শ্বশুরবাড়ির প্রথম অফিসিয়াল ভুরিভোজ ।"
ঠিক তারপরই শুরু হয় বিতর্ক । ওই রান্নাগুলির তারিখ করেন অনেক নেটিজ়েনই । আবার অনেকেই রান্নার রেসিপি চান । ঠিক সেই সময় একজন নেটিজ়েন তাঁর এই খাবারের সমালোচনা করেন । তিনি লেখেন, “হিন্দু নামের কলঙ্ক আপনি । আগে আপনাকে সম্মান করতাম । কিন্তু, এই পোস্ট পড়ার পর থেকে আপনাকে ঘৃণা করি । আপনি হিন্দু ধর্ম ত্যাগ করুন । আই হেট ইউ ।”