পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

গোরুর গোস্তের ছবি দিয়ে সমালোচনার মুখে পড়লেন সৃজিত - srijit mukherji in bangladesh

মধুচন্দ্রিমা সেরে বাংলাদেশে শ্বশুরবাড়ি গিয়েছিলেন সৃজিত মুখার্জি । বিয়ের পর প্রথমবার শ্বশুরবাড়িতে গিয়ে দারুণ জামাই আদর পেয়েছেন । তার সঙ্গে তাল মিলিয়ে চলেছিল খাওয়া দাওয়া । সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন রান্নার ছবি ।

fg
fg

By

Published : Dec 21, 2019, 12:01 AM IST

কলকাতা : মধুচন্দ্রিমা সেরে বাংলাদেশে শ্বশুরবাড়ি গিয়েছিলেন সৃজিত মুখার্জি । বিয়ের পর প্রথমবার শ্বশুরবাড়িতে গিয়ে দারুণ জামাই আদর পেয়েছেন । তার সঙ্গে তাল মিলিয়ে চলেছিল খাওয়া দাওয়া । সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন রান্নার ছবি । সেখানে কী ছিল না ! ঝিরি ঝিরি আলুভাজা, লটে শুঁটকি, ডাল, কড়াই শুঁটি দিয়ে পাবদা মাছ, মুরগির ঝোল এবং বাঁধাকপি দিয়ে গোরুর গোস্ত । এই সব খাবারের পাশাপাশি ছবির ক্যাপশনে লেখেন, "শ্বশুরবাড়ির প্রথম অফিসিয়াল ভুরিভোজ ।"

ঠিক তারপরই শুরু হয় বিতর্ক । ওই রান্নাগুলির তারিখ করেন অনেক নেটিজ়েনই । আবার অনেকেই রান্নার রেসিপি চান । ঠিক সেই সময় একজন নেটিজ়েন তাঁর এই খাবারের সমালোচনা করেন । তিনি লেখেন, “হিন্দু নামের কলঙ্ক আপনি । আগে আপনাকে সম্মান করতাম । কিন্তু, এই পোস্ট পড়ার পর থেকে আপনাকে ঘৃণা করি । আপনি হিন্দু ধর্ম ত্যাগ করুন । আই হেট ইউ ।”

এরপরই ওই নেটিজ়েনকে একহাত নেন সৃজিত । লেখেন, “হিন্দু ধর্ম নিয়ে কথা আপনার মতো অশিক্ষিতের মুখে বেমানান । ঋক বেদ, মনুস্মৃতি ও গৃহসূত্রর কিছু শ্লোক দেব খাওয়াদাওয়া নিয়ে, রোজ সকালে কান ধরে ছাতে দাঁড়িয়ে মুখস্থ করবেন । ভদ্রভাবে বোঝালাম, নয়তো মনে রাখবেন বাইশে শ্রাবণের সংলাপ কিন্তু আমারই লেখা ।” তারপর ওই নেটজ়েনকে একহাত নেন বাকি নেটিজ়েনরাও ।

ওই নেটিজ়েনকে এভাবে উত্তর দেওয়ায় সৃজিতের প্রশংসা করেন অনেকেই । কেউ আবার লেখেন, " দাদা খাদ্যাভাস দিয়ে ধর্ম হয় না বলেই মনে করি, ধর্ম প্রচন্ড ভাবে অন্তরের বিশ্বাস থেকে আসে, তাতে কি খেলাম আর কি খেলাম না সেটা একান্তই ব্যাক্তিগত তাতে ধর্মের কিছু এসে যায় না । "

ABOUT THE AUTHOR

...view details