পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কেমন দেখতে সৃজিতের ফেলুদাকে ? সামনে এল ছবি - সৃজিত মুখার্জির খবর

প্রকাশ্যে এল সৃজিত মুখার্জি পরিচালিত 'ফেলুদা ফেরত' ওয়েব সিরিজ়ে ফেলুদা-তোপশে-জটায়ুর লুক । সোশাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করলেন পরিচালক ।

Feluda latest news
Feluda latest news

By

Published : Dec 31, 2019, 7:03 PM IST

কলকাতা : প্রথমবার ওয়েব প্ল্যাটফর্মে কাজ করতে এসে ফেলুদাকেই বেছে নিয়েছেন সৃজিত মুখার্জি । ফেলুদার চরিত্রে টোটা রায়চৌধুরিকে নির্বাচন করা নিয়ে পাওয়া গেছে মিশ্র প্রতিক্রিয়া । তবে কমবেশি প্রত্যেকেই ফেলুদা-তোপশে-জটায়ুর লুক দেখতে মুখিয়ে ছিল । সামনে এল সেই ছবি ।

শুটিংয়ের দু'টো ছবি শেয়ার করে সৃজিত লিখেছেন, "2020 এবং ওরা ফিরবে !" দুই ছবিতেই দেখা যাচ্ছে বাঙালির সর্বকালের প্রিয় ফেলুদা-তোপশে ও জটায়ুকে । জোরকদমে শুটিং চলছে সত্যজিৎ রায়ের লেখা 'যত কাণ্ড কাঠমান্ডুতে'-র । উত্তরবঙ্গে চলছে এই ছবির শুটিং ।

অন্যদিকে সৃজিত পরিচালিত আরও একটি ছবি নিয়ে উচ্ছ্বসিত দর্শক । তা হল 'দ্বিতীয় পুরুষ' । 2011 সালে 'বাইশে শ্রাবণ' দিয়ে যে যাত্রাপথের শুরু, সেই পথ ধরেই এগোচ্ছেন পরিচালক । ছবির ট্রেলার সাড়া জাগিয়েছেন দর্শকের মধ্যে । পুরোনো চরিত্রগুলোর সঙ্গে জুড়েছে নতুন কিছু চরিত্র ।

সবমিলিয়ে এখন ক্লাউড 9-এ রয়েছেন সৃজিত । ব্যক্তিগত ও প্রফেশনাল জীবন মিলিয়ে বেশ কিছু বড় ঘোষণা করলেন তিনি 2019-এ । 2020 সালটাও যেন এভাবে কাটে পরিচালকের । শুভেচ্ছা রইল ।

ABOUT THE AUTHOR

...view details