পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

এই বড়দিনেই আসছে 'কাকাবাবুর প্রত্যাবর্তন' - কাকাবাবুর প্রত্যাবর্তন

এই বড়দিনেই পরদায় আসছে কাকাবাবুর আরও এক টানটান রোমহর্ষক গল্প । সুনীল গঙ্গোপাধ্যায়ের রচনা অবলম্বনে তৈরি ছবি 'কাকাবাবুর প্রত্যাবর্তন' নিয়ে আসছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ।

prosenjit chattapadhyay new film kakababur pratyabartan
prosenjit chattapadhyay new film kakababur pratyabartan

By

Published : Nov 12, 2020, 1:57 PM IST

কলকাতা : কাকাবাবু এবার দক্ষিণ আফ্রিকায় । পুজোয় মুক্তি সম্ভব হয়নি । তাই বড়দিনের ঠান্ডা আমেজকে সঙ্গে নিয়ে মুক্তি পাচ্ছে 'কাকাবাবুর প্রত্যাবর্তন' ।

'মিশর রহস্য', 'ইয়েতি অভিযান'-এর পর এটা সৃজিত মুখোপাধ্যায়ের কাকাবাবু সিরিজ়ের তৃতীয় ছবি । আগের দু'টো ছবিই দর্শককে হলমুখো করেছে । একদিকে কাকাবাবুর মতো চরিত্র, তার উপরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও সৃজিতের যুগলবন্দী । আজ অবধি কখনও বিফলে গেছে ?

প্রসেনজিৎ নিজেই খবরটি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় । "রাজা রায়চৌধুরির যাত্রা শুরু এই বড়দিনে! #Kakababu ফিরছে...", লিখেছেন বুম্বাদা । সঙ্গে দিয়েছেন ছবির প্রথম অফিশিয়াল পোস্টার ।

দেখে নিন...

এই ছবির অন্যতম আকর্ষণ হল, দারুণ সব লোকেশন । মাসাইমারা, কেনিয়া সহ দক্ষিণ আফ্রিকার অনেক তাক লাগানো জায়গায় শুটিং হয়েছে এই 'কাকাবাবুর প্রত্যাবর্তন'-এর । ছবি দেখার সঙ্গে সঙ্গে অনেকগুলো জায়গায় ঘোরাও হয়ে যাবে ভ্রমণপিপাসু মানুষদের ।

এদিকে সৃজিত পরিচালিত ফেলুদা সিরিজ়ও আসছে কাছাকাছি সেই সময়তেই । কাকাবাবু আর ফেলুদাকে সঙ্গে এবার যেন জমে উঠবে সিনেপ্রেমী বাঙালিদের শীতকালটা ।

ABOUT THE AUTHOR

...view details