পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বিবাহিত জীবনের অনুভূতি থেকে রিসেপশনের মেনু, অকপট সৃজিত-মিথিলা - রফিয়াত রশিদ মিথিলা

আজ স্বভূমিতে হয়ে গেল রফিয়াত রশিদ মিথিলা ও সৃজিত মুখার্জির বিয়ের রিসেপশন । সাবেকি পোশাকে ধরা দিলেন নব দম্পতি । কথাও বললেন অনেক ।

Srijit Mithila wedding reception
Srijit Mithila wedding reception

By

Published : Feb 29, 2020, 11:47 PM IST

কলকাতা : বিয়ে হয়েছে 2019-এর 6 ডিসেম্বর । আর 29 ফেব্রুয়ারি এলাহি আয়োজনে ওয়েডিং রিসেপশন করলেন সৃজিত-মিথিলা । ডিজ়াইনার শর্বরী দত্তের পোশাকে সাবেকি সৃজিতের পাশে লাল শাড়িতে যেন টুকটুকে নববধূ সাজে ধরা দিলেন মিথিলা ।

এই বিয়েটা একেবারে ভবিতব্যের ডাক, মনে করে সৃজিত । পরিচালক বললেন, "কোনও কিছুই ক্যালকুলেট করে হয় না । এটা হওয়ার ছিল, ভবিতব্য । কোনও প্ল্যান প্রোগ্রাম করে নয় ।"

আরও পড়ুন : রিসেপশনে সৃজিতের পোশাকে 'কাকাবাবু'র ঝলক, লালে রাঙা মিথিলা

ভারত-বাংলাদেশ, হিন্দু-মুসলমান..এই সব পার্থক্য যেন ঘুচে গেল এক লহমায় । একজন প্রেমিক ও একজন প্রেমিকা ভালোবাসার ধর্ম পালন করে একে অপরকে সমর্পণ করলেন নিজেদের কাছে । সৃজিত বললেন, "আমরা যে কথাগুলো বলি, সেটা যে শুধুমাত্র দর্শনে আটকে যায়নি ভেবে ভালো লাগছে । নিজেদের জীবনে অনুসরণ করছি মুখে বলা কথাগুলো ।"

কীভাবে সবকিছু সামলালেন একা হাতে সৃজিত ? উত্তরে তিনি বললেন যে, এই কয়েকদিন ধরে হিমশিম খেয়ে যাচ্ছেন তিনি । তবে মিষ্টি হেসে মিথিলা বললেন, "সব একলা করেছে, খুব ভালো করে সুন্দর করে করেছে ।"

রিসেপশনের মেনুও শেয়ার করলেন সৃজিত-মিথিলা । দেখে নিন ভিডিয়ো...

দেখে নিন ভিডিয়ো..

ABOUT THE AUTHOR

...view details