কলকাতা : শ্রাবন্তী আর রোশনের বৈবাহিক জীবনে নাকি নেমে এসেছে ঘোর অশান্তি । বেশ কিছুদিন ধরে আলাদা রয়েছেন তাঁরা দু'জন । সোশাল মিডিয়া থেকেও একে অপরকে আনফলো করেছেন তাঁরা । কেউ কারও ছবি অবধি রাখেননি নিজেদের প্রোফাইলে । আর এরই মধ্যে রোশনের একটি পোস্ট ঘিরে তৈরি হল চাঞ্চল্য ।
মজা করে একটি মিম শেয়ার করেছেন রোশন । তবে সেটাকে ভালো করে দেখলে হয়তো অনেক কথাই পরিষ্কার হয়ে যাবে ।
মিমে দেখা যাচ্ছে প্রেমিকার সামনে হাঁটু মুড়ে বসে প্রেমিক । হাতে আংটি নিয়ে সে প্রেমিকাকে প্রশ্ন করছে, "আমার জীবনটা ধ্বংস করে দেবে?" আর উত্তরে প্রেমিকা বলছে, "OMG! হ্যাঁ" । তাহলে কি শ্রাবন্তীও আসলে রোশনের একইভাবে জীবন ধ্বংস করেছেন ? প্রশ্ন নেটিজেনদের ।