পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

রোশনের জীবন ধ্বংস করেছেন শ্রাবন্তী ? স্বামীর বিতর্কিত পোস্টে জবাব অভিনেত্রীর - শ্রাবন্তী চ্যাটার্জির খবর

শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর তৃতীয় স্বামী রোশন সিংয়ের একটা ঝামেলা চলছে বলে জোর গুঞ্জন শুরু হয়েছে বিভিন্নি মহলে । যদিও দম্পতির কেউই এই প্রসঙ্গে কথা বলতে চাননি, তবে তাঁদের সোশাল মিডিয়া পোস্ট দেখে বেশ কিছু কথা আন্দাজ করা যায় । মজা করে হলেও রোশন তাঁর সাম্প্রতিক পোস্টে বিয়ের ধ্বংসাত্মক দিকটা বোঝাতে চেয়েছেন । শ্রাবন্তীও পালটা ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন একটি ।

Srabanti chatterjee tussle with Roshan Singh
Srabanti chatterjee tussle with Roshan Singh

By

Published : Nov 17, 2020, 7:15 PM IST

কলকাতা : শ্রাবন্তী আর রোশনের বৈবাহিক জীবনে নাকি নেমে এসেছে ঘোর অশান্তি । বেশ কিছুদিন ধরে আলাদা রয়েছেন তাঁরা দু'জন । সোশাল মিডিয়া থেকেও একে অপরকে আনফলো করেছেন তাঁরা । কেউ কারও ছবি অবধি রাখেননি নিজেদের প্রোফাইলে । আর এরই মধ্যে রোশনের একটি পোস্ট ঘিরে তৈরি হল চাঞ্চল্য ।

মজা করে একটি মিম শেয়ার করেছেন রোশন । তবে সেটাকে ভালো করে দেখলে হয়তো অনেক কথাই পরিষ্কার হয়ে যাবে ।

মিমে দেখা যাচ্ছে প্রেমিকার সামনে হাঁটু মুড়ে বসে প্রেমিক । হাতে আংটি নিয়ে সে প্রেমিকাকে প্রশ্ন করছে, "আমার জীবনটা ধ্বংস করে দেবে?" আর উত্তরে প্রেমিকা বলছে, "OMG! হ্যাঁ" । তাহলে কি শ্রাবন্তীও আসলে রোশনের একইভাবে জীবন ধ্বংস করেছেন ? প্রশ্ন নেটিজেনদের ।

রোশনের পোস্ট..

এদিকে অভিনেত্রীও একটি পোস্ট করেছেন নিজের ওয়ালে । লিখেছেন, "তুমি একজন নারীকে সাময়িকভাবে ভাঙতে পার । কিন্তু সত্যিকারের নারী সেই ভাঙা টুকরোগুলো জোড়া দিয়ে আরও শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়াতে জানে ।"

শ্রাবন্তীও কি ইঙ্গিতে অনেক কিছু বুঝিয়ে দিলেন ? না, এই পোস্টের কোনও ক্যাপশন দেননি অভিনেত্রী । শুধু কয়েকটি লাল হৃদয়ের ইমোজি ঝুলিয়েছেন । তিনি যে ভাঙার পাত্রী নন, তা বুঝিয়েছেন স্পষ্ট ।

দেখে নিন শ্রাবন্তীর পোস্ট...

শ্রাবন্তীর পোস্ট..

ABOUT THE AUTHOR

...view details