পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Somraj Maity: সুদেষ্ণা রায়ের হাত ধরে বড় পর্দায় ডেবিউ সোমরাজের - সোমরাজ মাইতির ফিল্ম

সুদেষ্ণা রায়ের (Sudeshna Roy) হাত ধরে বড় পর্দায় অভিষেক হতে চলেছে সোমরাজ মাইতির (Somraj Maity) ৷ এই সুযোগ পেয়ে দারুণ খুশি তিনি ৷ নিজের কাজ করার অভিজ্ঞতা শেয়ার করলেন সোমরাজ ৷

Somraj Maity making debut in big screen in Sudeshna Roy film Jai Kali Kalkattawali
সুদেষ্ণা রায়ের হাত ধরে বড় পর্দায় ডেবিউ সোমরাজের

By

Published : Sep 17, 2021, 7:04 PM IST

কলকাতা, 17 সেপ্টেম্বর: 'এই ছেলেটা ভেলভেলেটা'র কথা মনে আছে ? টেলিদর্শক আলবাত মনে রেখেছেন তাঁকে । এরপর 'টেক্কা রাজা বাদশা'-র দৌলতেও তাঁকে ভালবেসেছে দর্শক । অভিনেতা সোমরাজ মাইতি (Somraj Maity)। এবার বড় পর্দায় ডেবিউ করছেন সোমরাজ ।

পরিচালক সুদেষ্ণা রায় (Sudeshna Roy) এবং অভিজিৎ গুহর সঙ্গে এর আগে দু‘টি ওয়েব ফিল্ম করেছেন সোমরাজ । 2017-তে 'চলো লেটস লিভ' এবং 2020-তে 'ফিরে দেখা'তে অভিনয় করেন সোমরাজ । 2014 সালে একটি গ্ল্যাম হান্ট কনটেস্ট-এ বিজয়ী হন সোমরাজ । এরপরই ছোটপর্দায় ডাক আসে 'গৌরীদান'-এর জন্য । তারপর থেকে আর বসে থাকতে হয়নি সোমরাজকে । 'এই ছেলেটা ভেলভেলেটা', 'টেক্কা রাজা বাদশা', 'কুঞ্জছায়া', 'জিয়নকাঠি'-তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি ।

ইটিভি ভারতকে সোমরাজ বলেন, "বড় পর্দায় কাজ করার ইচ্ছা বহুদিনের । আমি ছোট পর্দায় লিড করা সত্ত্বেও পরপর দু‘টো ওয়েব করলাম । টিভির কাজের টাইট শিডিউল থেকে আমাকে বের করে এনেছিলেন সুদেষ্ণাদি এবং অভিজিৎ দা-ই । ওঁরাই পারেন । আমার টিভির কাজে কোনওরকম অসুবিধা হয়নি, আবার ওঁদের সঙ্গেও কাজটা করতে পেরেছি । খুব ওয়েল প্ল্যানড (well planned) মানুষ সুদেষ্ণাদি । কাছের মানুষের মতো গাইড করেন আমাকে । ছোট পর্দায় একটু মোটা হলেও চলে যায় । বড় পর্দায় সেটা চলে না । তাই রোগা হতে হবে । এমনই নির্দেশ দিদির । শুধু জয় কালী কলকাত্তাওয়ালির (Jai Kali Kalkattawali) জন্যই নয় । আমার আগামী সব কাজের জন্য আমায় এই নির্দেশ দিয়েছেন দিদি । পায়েলদি-ও বলেছেন আরও রোগা হও ।"

আরও পড়ুন:Golondaaj Trailer: পুজোয় খেলবে গোলন্দাজ, ট্রেলারে নজরকাড়া দেব

কবে থেকে শুরু হচ্ছে শুটিং ? "20 সেপ্টেম্বর থেকে । গল্পে খুব ভাল ছেলে সুজয়, মানে আমি । কিন্তু বেশ কিছু কারণে সে চুরি করে । অন্যের ক্ষতি করে না। মিলি অর্থাৎ সুস্মিতার প্রতি আমার লাভ ইন্টারেস্ট আছে । একটা কালী মূর্তি চুরি নিয়ে গল্প এগোবে । আমি, বিট্টুদা আর সুস্মিতা একটা গ্যাং । আমাদের সঙ্গে যুক্ত হবে পায়েলদি । কাঞ্চন মল্লিক, পদ্মনাভ দাশগুপ্ত, সুমিত সমাদ্দার-সহ আরও অনেকে আছেন ছবিতে ।"

আরও পড়ুন:Jaya Ahsan: নকশাল আন্দোলন নিয়ে ছবি, নওয়াজকে সঙ্গী করে এবার বলিউডে পা জয়ার

সুদেষ্ণাদির হাত ধরে বড় পর্দায় ডেবিউ করছেন । আর কোন পরিচালকের সঙ্গে কাজ করার ইচ্ছা ? "আমি কমার্শিয়াল এবং গুড কনটেন্ট - দুই ধরনের ছবিতেই কাজ করতে চাই । মানে আমি যেমন কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে চাই, আবার রাজ চক্রবর্তী এবং রাজা চন্দর সঙ্গেও কাজ করতে চাই । কমার্শিয়াল ছবি মানুষের কাছে নিমেষে পৌঁছে যায় । টিভির দৌলতে আমায় মোটামুটি লোকজন চেনেন । তাই কমার্শিয়াল ফিল্মে তাঁরা আমাকে অনেক বেশি রিলেট করতে পারবেন বলে আমার মনে হয় ৷"

আরও পড়ুন:Roja: প্রেমের জোয়ারে পিয়া-অর্ণব, ছোট পর্দায় আসছে রোজা

সোমরাজের কথায়, "রাজা চন্দর সঙ্গে একটা কাজের কথা চলছে । সব ঠিকঠাক হয়ে গেলে জানাব । এই ছবিতে আরও কারা আছে, তা এখনও ঠিক না-হলেও আমি আছি পাক্কা । নামটা এখনই বলতে পারব না ।"

আরও পড়ুন:Soham Payel: সুদেষ্ণা রায়-অভিজিৎ গুহর ছবিতে ফের জুটি বাঁধছেন সোহম-পায়েল

'জয় কালী কলকাত্তাওয়ালি' ছবি প্রসঙ্গে সোমরাজের ভূয়সী প্রশংসা করেছেন সুদেষ্ণা রায় । তাঁর সঙ্গে আগে কাজ করেছেন সোমরাজ । তাই সোমরাজও বেজায় খুশি বড় পর্দায় তাঁর হাত ধরে ডেবিউ করার সুযোগ পেয়ে ।

আরও পড়ুন: Mahalaya: আশ্বিনের শারদপ্রাতে টিভির পর্দায় কোয়েল-শুভশ্রী-দিতিপ্রিয়া

ABOUT THE AUTHOR

...view details