পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

এভাবেই কাটে সোহমের রবিবার - spent his sunday like this

ছেলের সঙ্গে তোলা ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করলেন সোহম চক্রবর্তী ।

্ি
্ি

By

Published : Feb 17, 2020, 3:30 PM IST

কলকাতা : রবিবার দিনটা পরিবারের সঙ্গে কাটাতে কে না চান ! একটু আনন্দ করে, শুয়ে বসে থাকতে পছন্দ করেন সবাই । আর সেখান থেকে বাদ যান না অভিনেতা সোহম চক্রবর্তীও । ছেলের সঙ্গে রবিবার দিনটি কাটান তিনি ।

সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন সোহম । সেখানে তাঁকে ছেলের সঙ্গে শুয়ে থাকতে দেখা গেছে তাঁকে ।

মাঝে মধ্যেই পরিবারের সঙ্গে নিজের ছবি শেয়ার করে থাকেন সোহম । কখনও স্ত্রী তনয়া, কখনও আবার দুই ছেলের সঙ্গে তোলা ছবি পোস্ট করেন তিনি । সময় পেলেই পরিবারের সঙ্গেই সময় কাটান অভিনেতা ।

2012 সালে তনয়া পালকে বিয়ে করেন সোহম । 2016 সালে তাঁদের জীবনে প্রথম সন্তান সাঁঝ চক্রবর্তী । 2018 সালের 9 মার্চ ফের বাবা হন সোহম । ছোটোছেলের নাম রাখেন আদিয়াশ । খুব তাড়াতাড়ি সোহমকে রাজ চক্রবর্তীর 'ধর্মযুদ্ধ' ছবিতে দেখা যাবে ।

ABOUT THE AUTHOR

...view details