পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Shiboprosad Mukherjee on Fatafati : কথা রাখলেন শিবপ্রসাদ, উইন্ডোজের পরের ছবিতে গাইবেন শুচিস্মিতা - শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের খবর

'সুপার সিঙ্গার'-এর মঞ্চ থেকে ফের উইন্ডোজের (Windows production house) আগামী প্রজেক্টে গান গাইছেন এক প্রতিযোগী । শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানালেন তাঁর নাম ।

shuchismita-to-sing-in-fatafati-shiboprosad-mukherjee-announces
কথা রাখলেন শিবপ্রসাদ, উইন্ডোজের পরের ছবিতে গাইবেন শুচিস্মিতা

By

Published : Dec 16, 2021, 5:34 PM IST

কলকাতা, 16 ডিসেম্বর : 'সুপার সিঙ্গার'-এর (super singer) মঞ্চ থেকে ফের উইন্ডোজের (Windows production house) আগামী প্রজেক্টে গান গাওয়ার সুযোগ পেলেন এক প্রতিযোগী । নাম জানালেন শিবপ্রসাদ স্বয়ং ।

রিয়ালিটি শো-এর মঞ্চ থেকে সিনেমায় গান গাওয়ার সুযোগ দেয় 'উইন্ডোজ'। ইতিমধ্যেই 'সুপার সিঙ্গার'-এর মঞ্চ থেকে সঞ্চারী আসন্ন বাংলা সিনেমা 'বাবা বেবি ও...' তে গেয়েছেন 'বাঁধনে বাঁধিব' গানটি। শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee news) জানালেন, ওই মঞ্চ থেকেই এরপর শুচিস্মিতা (Shuchismita singer) গান গাইবেন উইন্ডোজের আগামী ছবি 'ফাটাফাটি'-তে (Fatafati)। এ হেন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় । স্বভাবতই খুশি চ্যানেল কর্তৃপক্ষও ।

'সুপার সিঙ্গার-সিজন টু' আসার সময়েই এ হেন আশ্বাস দিয়ে প্রযোজনা সংস্থার তরফে শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানান যে, যাঁর কণ্ঠ এবং গায়কী তাঁদের মনে ধরবে তাঁকে ছবিতে গান গাইবার সুযোগ দেওয়া হবে । কথা রেখেছেন পরিচালক-প্রযোজক-অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় ।

আরও পড়ুন:shooting of Haami 2 starts : শুরু হল 'হামি-২'র শুটিং, চেনা চরিত্র শুধু লাল্টু-মিতালী

তিনি এ দিন জানান, "অনেক প্রতিভা সুযোগের অভাবে হারিয়ে যায় । আমরা যাঁরা সিনেমা বানাই তাঁরা সেই সব প্রতিভার হদিসই পাই না । খুঁজে বের করাও সহজ নয় । সেই কাজটা সহজ করে দিয়েছে সুপার সিঙ্গারের মঞ্চ । এখানে যাঁরা গান করেন তাঁরা প্রত্যেকেই প্রতিভাবান । এঁদের মধ্যে যাঁদের গলা, গায়কী অন্যদের থেকে আলাদা এবং ছবির গানের সঙ্গে যাঁদের গলা মানানসই বলে মনে হয় বা হবে তাঁদেরকেই আমরা সুযোগ দেব আমাদের প্রযোজিত ছবিতে গান গাওয়ার । সঞ্চারী দারুণ গান গেয়েছেন 'বাবা বেবি ও...'-তে । আগামীতে 'ফাটাফাটি' ছবিতে গান গাইবেন শুচিস্মিতা । 3 জানুয়ারি থেকে শুরু হতে চলেছে এই ছবির শুটিং । আগামীতেও আমরা এ হেন উদ্যোগে শামিল হব ।"

আরও পড়ুন:Viewers can not accept the death of Rohit Sen : 'শ্রীময়ী'-র রোহিত সেনের মৃত্যু, লেখিকাকে বয়কটের ডাক দর্শকদের

প্রসঙ্গত ইতিমধ্যেই শুরু হয়েছে 'হামি -2'-এর শুটিং । 'বাবা বেবি ও...' মুক্তি পাবে 4 ফেব্রুয়ারি । ওদিকে 'ফাটাফাটি'র শুটিং শুরু জানুয়ারির 3 তারিখে । ওই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অপরাজিতা আঢ্য । এই কারণে নিজের ওজন বেশ খানিকটা কমিয়েছেন তিনি । ছবিতে তাঁর চরিত্রে রয়েছে দারুণ চমক । জানার দিন আসন্ন ।"

ABOUT THE AUTHOR

...view details