পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

লকডাউনে মানুষের বদলে যাওয়া জীবনের ছবি তুলে ধরবে 'লড়াই' - corona short film

অভিনেতারা বাড়িতে বসে তৈরি করলেন আরও একটি শর্টফিল্ম । নাম 'লড়াই'। খুব শীঘ্রই এই শর্টফিল্ম আসতে চলেছে ইউটিউব চ্যানেল সিনেশর্টসে ।

sdf
sdf

By

Published : May 29, 2020, 3:43 PM IST

কলকাতা : আবারও অভিনেতারা বাড়িতে বসে তৈরি করলেন একটি শর্টফিল্ম । নাম 'লড়াই'। ফের একবার নিজেরাই হয়ে উঠলেন সিঙ্গল ইউনিট ।

'লড়াই' একটি 10 মিনিটের শর্টফিল্ম । সেখানে ফুটে উঠবে লকডাউনে মানুষের পালটে যাওয়া জীবনের ছবি । রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী নন্দিনী । নিজের দুনিয়াতেই মগ্ন থাকে সে । লকডাউনে ভিডিয়ো কলে বান্ধবীদের 'রক্তকরবী'-র গান গেয়ে শোনায় । তার স্বামী রাজ কর্পোরেট অফিসে চাকরি করে । সারাদিন ওয়ার্ক ফ্রম হোম করে । তাদের এই সুন্দর জীবনে ঢুকে পড়ে চারজন ।

.

নন্দিনীর দাদা অর্থের অভাবে বিক্রি করতে শুরু করে ফল । তারপর তাদের জীবনে আসে এক সবজিওয়ালা, মালতি মাসির ছেলে ও তাদের হাউজ়কিপার জাহাঙ্গিরদা । নন্দিনী ও রাজ উপলব্ধি করে এই মানুষগুলো ভীষণ অসহায় হয়ে পড়েছে লকডাউনের মধ্যে ।

এই পরিস্থিতিতে নন্দিনী কি লড়াই করতে পারবে ? এই সময় রাজ কি তাকে সাহায্য করবে ? কোন খাতে বয়ে যাবে তাদের জীবন ? উত্তর দেবে 'লড়াই'। খুব শীঘ্রই এই শর্টফিল্ম আসতে চলেছে ইউটিউব চ্যানেল সিনেশর্টসে ।

ছবির পরিচালক অনন্যা ভঞ্জ চৌধুরি । গল্প, চিত্রনাট্য ও স্ক্রিনপ্লে তাঁরই । ছবিটি প্রযোজনা করেছে ABC এন্টারটেনমেন্ট । অভিনয় করেছেন নীল ভট্টাচার্য, অমৃতা মল্লিক, তথাগত চৌধুরি, বিষ্ণু শর্মা ও সাগ্নিক অধিকারী । ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন নবকুমার অধিকারী । সম্পাদনা, কালার এডিটিং, সাউন্ড ও ডিজাইনিং করেছেন সায়ন্তন অধিকারী ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details