মুম্বই, 2 নভেম্বর :প্রতিবারের মতোই হচ্ছে বার্থ ডে সেলিব্রেশন ৷ দস্তুর মতো জন্মদিনের শুভেচ্ছা জানাতে বাড়ির বাইরে রাত 12টা থেকে ভিড় জমিয়েছেন ভক্তরা ৷ সাজো সাজো রব মন্নতে ৷ তবে সবকিছুকে ছাপিয়ে এ বারের জন্মদিনটা তাঁর কাছে আলাদা প্রাপ্তির ৷ দীর্ঘ স্নায়ুযুদ্ধের শেষে জন্মদিনে তাঁর পাশে আছেন ছেলে আরিয়ান খান ৷ তাই আগাম দীপাবলির আবহ শাহরুখ খানের (Shah Rukh Khan) পরিবারে ৷ সঙ্কটের সময়ে তাঁর পাশে থাকা বলিউড কিং খানের আনন্দের দিনেও শামিল ৷ আয়ুষ্মান খুরানা-সহ অনেকেই টুইটে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ৷ আর এই দিনেই তাঁর আপকামিং ফিল্ম অন্তিমের (Antim: The Final Truth) নতুন গান 'ভাই কা বার্থ ডে' (Bhai Ka Birthday) প্রকাশ করেছেন বলিউডের বাদশার অপর শুভাকাঙ্ক্ষী সলমন খান (Salman Khan) ৷
56 বছরে পড়লেন এসআরকে ৷ প্রতিবারের মতো এ বারও গভীর রাতে তাঁর বাড়ির সামনে হাজির হন কয়েকশো ভক্ত ৷ শোনা যাচ্ছে, এ বার জন্মদিনে বন্ধুবান্ধবদের তাঁর বাড়িতে না-যাওয়ার অনুরোধ করেছেন শাহরুখ ৷ জামিনে মুক্তি পাওয়ার পর আরিয়ান বাড়ি ফিরেছেন ঠিকই, কিন্তু তাঁকে আরও একটু স্থিতিশীল হওয়ার সময় দেওয়া প্রয়োজন বলে মনে করে খান পরিবার ৷
তবে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা কিং খানের জন্মদিনের সেলিব্রেশনে এতটুকুও পিছিয়ে নেই ৷ বন্ধু সলমন খান শাহরুখের জন্মদিনের প্রাক্কালে প্রকাশ করেছেন তাঁর আসন্ন ছবি অন্তিম: দ্য ফাইনাল ট্রুথের নতুন গান, 'ভাই কা বার্থ ডে' ৷ আরিয়ান গ্রেফতার হওয়ার পর শাহরুখের বাড়িতে গিয়ে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন করণ-অর্জুনে তাঁর যমজ ভাই বজরঙ্গি ভাইজান ৷
আরও পড়ুন:Aryan Khan: আরিয়ানকে মাদক সরবরাহের হোয়াটসঅ্যাপ চ্যাটের প্রমাণ যথেষ্ট নয়: আদালত