পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Shah Rukh Deepika in Spain : স্পেনে ছবির শ্যুটিং শেষে প্রবাসী অনুরাগীদের জিতে নিলেন শাহরুখ-দীপিকা - স্পেনে ছবির শ্যুটিং শেষে প্রবাসী অনুরাগীদের জিতে নিলেন শাহরুখ দীপিকা

নতুন ছবি 'পাঠান'-এর জন্য় স্পেনের শ্য়ুটিং পর্ব শেষ করলেন শাহরুখ খান ৷ জিতে নিলেন সেখানকার শাহরুখ অনুরাগীদের মনও (Pathaan Spain schedule photos go viral) ৷

Shah Rukh Deepika in Spain News
স্পেনে ছবির শ্যুটিং শেষে প্রবাসী অনুরাগীদের জিতে নিলেন শাহরুখ দীপিকা

By

Published : Mar 30, 2022, 10:01 PM IST

হায়দরাবাদ, 30 মার্চ : কিছুদিনের মধ্য়েই পর্দায় আসছে শাহরুখ খানের নতুন ছবি 'পাঠান' ৷ এই ছবির শ্যুটিংয়ের জন্যই স্পেনে পাড়ি দিয়েছিলেন কিং খান, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম ৷ 15 দিনের সেই শ্যুটিং পর্বের কাজ শেষ হয়েছে সম্প্রতি ৷ তবে দেশে ফেরার আগে স্পেনীয় অনুরাগীদের মনও জিতে নিলেন শাহরুখ ৷ অনুরাগীদের সঙ্গে বেশ কিছু ছবিও তুলতে দেখা গেল শাহরুখ এবং দীপিকাকে ৷ সোশ্যাল মিডিয়ায় এখন রীতিমত ভাইরাল এই সমস্ত ছবিগুলি (Pathaan Spain schedule photos go viral) ৷

কিছুদিনের মধ্য়েই পর্দায় আসছে শাহরুখ খানের নতুন ছবি 'পাঠান'

সোশ্য়াল মিডিয়ায় শোরগোল ফেলে দেওয়া এই সব ছবিগুলি শেয়ার করেছে কিং খানের বিভিন্ন ফ্যান ক্লাব (Shah Rukh Khan photo with fans in spain) ৷ স্পেনের ভারতীয় অনুরাগীরা তাঁদের নায়ককে কাছে পেয়ে যে ভীষণ খুশি তা দেখলেই বোঝা যায় ৷ দীপিকার ফ্যান ফলোয়িংও অবশ্য মোটেই কম নয় ৷ সোশ্য়াল মিডিয়ায় রীতিমত ভাইরাল তাঁর ফ্যানেদের সঙ্গে তোলা ছবিগুলিতে ৷

জিতে নিলেন সেখানকার শাহরুখ অনুরাগীদের মনও

প্রসঙ্গত, প্রায় চারবছর পর বড় পর্দায় ফিরছেন শাহরুখ ৷ শেষ তাঁকে দেখা গিয়েছি জিরো ছবিতে কিন্তু সেই ছবি তেমন বড় সফলতা পায়নি ৷ 2018 সালে এই ছবির পর আর দেখা যায়নি কিং খানকে ৷ তাই পাঠানকে বলিউডের বাদশাহের কামব্যাক ছবি বলা যেতেই পারে ৷

নতুন ছবি 'পাঠান'-এর জন্য় স্পেনের শ্য়ুটিং পর্ব শেষ করলেন শাহরুখ খান

আরও পড়ুন : 'পাঠান'-এর শ্যুটিংয়ের জন্য স্পেনে পাড়ি শাহরুখ-জন-দীপিকার

নির্মাতারা জানিয়ে দিয়েছেন আগামি বছর সাধারণতন্ত্র দিবসের আগের দিনেই মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি হতে চলেছে একটি স্পাই থ্রিলার ৷ ছবিটি মু্ক্তি পেতে চলেছে হিন্দি, তামিল এবং তেলগু ভাষায় ৷

ABOUT THE AUTHOR

...view details