মুম্বই, 5 ফেব্রুয়ারি: কৃষক বিক্ষোভ নিয়ে এ বার মুখ খুললেন বলিউডের মেগাস্টার সলমন খান। তবে খুবই কৌশলী প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। ভাইজান বলেছেন, ''যেটা সঠিক, সেটাই হওয়া উচিত।''
মুম্বইয়ের একটি মিউজ়িক রিয়্যালিটি শো-তে গিয়ে কৃষক বিক্ষোভ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তিনি। কৃষক বিক্ষোভ নিয়ে যখন আন্তর্জাতিক ক্ষেত্রের তারকারা সোচ্চার হয়েছেন, সরব হয়েছেন দেশের সেলিব্রিটিরা, এই অবস্থায় এ ব্যাপারে তাঁর কী প্রতিক্রিয়া সেই প্রশ্ন করা হলে সলমন বলেন, ''যেটা সঠিক, সেটা হওয়া উচিত। যটা সবচেয়ে ঠিক হবে, সেটাই হওয়া উচিত। সবচেয়ে যেটা উদার, সেটাই হওয়া উচিত।''
সাংবাদিকদের প্রশ্ন না-ফেরালেও খুবই কৌশলী জবাব দিয়েছেন সলমন। যদিও এ বিষয়ে এখনও মুখ খুলতে শোনা যায়নি আরও দুই খান শাহরুখ ও আমিরকে।
আরও পড়ুন:কৃষকদের ভুল বোঝানো হচ্ছে, সংসদে অভিযোগ কৃষিমন্ত্রীর
কৃষকদের পাশে দাঁড়িয়ে সরব হয়েছে আন্তর্জাতিক মহল। টুইটের পর টুইট করেছেন রিয়ানা, গ্রেটা থুনবার্গ, মিয়া খালিফা-সহ আরও অনেক সেলিব্রিটি। যদিও তার প্রতিবাদে বিদেশমন্ত্রক ঐক্যবদ্ধ ভারতের কথা বলে আন্তর্জাতিক ক্ষেত্রকে ভারতের অভ্যন্তরীণ বিষয় থেকে দূরে থাকতে বলেছে। সরকারের সুরেই টুইট করেছেন অক্ষয় কুমার, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি-সহ দেশের নানা তারকা। যদিও সরকারের সুরে কথা বলায় তাঁদেরও আবার নেটিজেনের একাংশের সমালোচনার মুখে পড়তে হয়েছে। এই অবস্থায় কৌশলী অবস্থান বজায় রাখলেন বলিউডের 'সুলতান'।