পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"আমি ভালো নেই", রবিবারে জয়াকে বললেন প্রসেনজিৎ - রবিবার-এর টিজ়ার

মুক্তি পেল 'রবিবার' ছবির টিজ়ার। নজর কাড়লেন প্রসেনজিৎ চ্যাটার্জি ও জয়া এহসান।

Bangla Film Robibar teaser

By

Published : Nov 10, 2019, 1:44 PM IST

কলকাতা : অতনু ঘোষ পরিচালিত শেষ ছবি 'ময়ূরাক্ষী' পরিচালক হিসেবে তাঁর থেকে অনেকটা প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে। তারপর আবার প্রসেনজিৎ-জয়ার মতো অভিনেতাদের বড় পরদায় একসঙ্গে দেখার সুযোগ। সব মিলিয়ে 'রবিবার' নিয়ে উত্তেজনা রয়েছে অনেকটাই। যাঁরা বাংলা ছবি দেখতে ভালোবাসেন তাঁদের জন্য উপযুক্ত ছবি হতে চলেছে 'রবিবার', মনে করছেন সিনেমাপ্রেমীরা।

প্রথম টিজ়ারে নজর কাড়লেন প্রসেনজিৎ-জয়া। এই প্রথম তাঁরা একসঙ্গে স্ক্রিনশেয়ার করছেন। কিন্তু তাঁদের কেমিস্ট্রি দেখে তা বোঝায় উপায় নেই। একসঙ্গে থাকাও যাচ্ছে না আবার একে অপরকে ছাড়াও যাচ্ছে না..এরকম একটা কঠিন পরিস্থিতিকে নিপুণ ভাবে ফুটিয়ে তুলেছেন দু'জনেই।

ছবির দৃশ্য

'রবিবার'-কে রোম্যান্টিক থ্রিলার বলা যেতে পারে, আগেই জানিয়েছিলেন পরিচালক। তার প্রমাণ পাওয়া গেল টিজ়ারেও। গভীর প্রেমের মধ্যেও একটা রহস্যের ছোঁয়া পাওয়া গেল। ছবিটি মুক্তি পাবে 2019 সালের 27 ডিসেম্বর। অপেক্ষায় রয়েছেন দর্শক।

দেখে নিন টিজ়ার...

ABOUT THE AUTHOR

...view details