কলকাতা, 22 মার্চ : ব্য়াঙ্গালুরু, হায়দরাবাদ, বরদার পর এবার কলকাতায় রাজামৌলির 'আরআরআর' টিম ৷ এর আগেই স্টাচু অব ইউনিটির তলায় দাঁড়িয়ে ছবির প্রচার সেরেছিলেন পরিচালক এসএস রাজামৌলি এবং ছবির দুই তারকা রাম চরণ আর জুনিয়র এনটিআর ৷ ত্রিপিল আর ছবির প্রচারের জন্য সারা দেশ চষে বেড়াচ্ছে রাজোমৌলির টিম ৷ গতকাল জয়পুরে ছবির প্রচার সারার পর এবার কলকাতার আইকনিক হাওড়া ব্রিজের পাশেই দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে বৈঠক করলেন তাঁরা (RRR Promotion in Kolkata) ৷
ইতিমধ্য়েই ইনস্টাগ্রামে কলকাতা ভ্রমণের কিছু ছবিও শেয়ার করেছেন ছবির নির্মাতারা ৷ জুনিয়র এনটিআর এবং রামচরণের দুই দক্ষিণী সুপারস্টারকে বহুদিন পর পর্দায় একসঙ্গে দেখা যাবে এই ছবিতে ৷ এছাড়া ছবি জুড়েই রয়েছে তারকাদের চাঁদের হাট ৷ অজয় দেবগণ, আলিয়া ভাট এবং অলিভিয়া মরিসকেও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখতে চলেছেন সিনেপ্রেমীরা ৷ এছাড়া সহায়ক চরিত্রে রয়েছেন সামুথিরাকানি, রে স্টিভেনসন এবং অ্যালিসন ডুডি ৷