পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

RRR Team at Kolkata : এবার আইকনিক হাওড়া ব্রিজের পাশেই ছবির প্রচারে রাজামৌলির 'আরআরআর' টিম - RRR trio Ram Charan Jr NTR and SS Rajamouli visited Kolkata

ব্য়াঙ্গালুরু, হায়দরাবাদ, বরদা এবং জয়পুরে প্রচারের পর এবার কলকাতার আইকনিক হাওড়া ব্রিজের পাশেই দাঁড়িয়ে ছবির প্রচার করল রাজামৌলির আরআরআর টিম (RRR Promotion in Kolkata) ৷

RRR Team At Kolkata
এবার কলকাতার আইকনিক হাওড়া ব্রিজের তলায় রাজামৌলির 'আরআরআর' টিম

By

Published : Mar 22, 2022, 1:58 PM IST

কলকাতা, 22 মার্চ : ব্য়াঙ্গালুরু, হায়দরাবাদ, বরদার পর এবার কলকাতায় রাজামৌলির 'আরআরআর' টিম ৷ এর আগেই স্টাচু অব ইউনিটির তলায় দাঁড়িয়ে ছবির প্রচার সেরেছিলেন পরিচালক এসএস রাজামৌলি এবং ছবির দুই তারকা রাম চরণ আর জুনিয়র এনটিআর ৷ ত্রিপিল আর ছবির প্রচারের জন্য সারা দেশ চষে বেড়াচ্ছে রাজোমৌলির টিম ৷ গতকাল জয়পুরে ছবির প্রচার সারার পর এবার কলকাতার আইকনিক হাওড়া ব্রিজের পাশেই দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে বৈঠক করলেন তাঁরা (RRR Promotion in Kolkata) ৷

ইতিমধ্য়েই ইনস্টাগ্রামে কলকাতা ভ্রমণের কিছু ছবিও শেয়ার করেছেন ছবির নির্মাতারা ৷ জুনিয়র এনটিআর এবং রামচরণের দুই দক্ষিণী সুপারস্টারকে বহুদিন পর পর্দায় একসঙ্গে দেখা যাবে এই ছবিতে ৷ এছাড়া ছবি জুড়েই রয়েছে তারকাদের চাঁদের হাট ৷ অজয় দেবগণ, আলিয়া ভাট এবং অলিভিয়া মরিসকেও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখতে চলেছেন সিনেপ্রেমীরা ৷ এছাড়া সহায়ক চরিত্রে রয়েছেন সামুথিরাকানি, রে স্টিভেনসন এবং অ্যালিসন ডুডি ৷

আরও পড়ুন :পাইরেসির শিকার হওয়া সত্ত্বেও তুঙ্গে প্রভাস-পূজার জাদু, দশ দিনেই 400 কোটি ব্যবসা 'রাধেশ্য়াম'-এর

ছবিটি পর্দায় আসতে চলেছে 25 মার্চ ৷ সারা দেশ জুড়ে 'বাহুবলী'-র বিপুল সাফল্যের পর রাজামৌলির এই নতুন ছবি কবে পর্দায় নতুন কী গল্প নিয়ে আসে তা দেখতে রীতিমত মুখিয়ে রয়েছেন দর্শকরা ৷ কলকাতার পরেও বারানসী এবং দুবাইতেও ছবির প্রচারে দেখা যাবে রাজামৌলি এবং ছবির দুই প্রধান চরিত্র রাম চরণ আর জুনিয়র এনটিআরকে ৷

ABOUT THE AUTHOR

...view details