কলকাতা, 8 মার্চ : শুটিং চলাকালীনই হৃদরোগে আক্রান্ত হলেন পরিচালক রাজা চন্দ (Raja Chanda has cardiac arrest) । চিকিৎসাধীন 'সুলতান'-এর পরিচালক । জানা গিয়েছে, তাঁর অবস্থা এখন স্থিতিশীল ৷
পরের পর ছবির কাজে হাত দিচ্ছেন পরিচালক রাজা চন্দ । সম্প্রতি ক্লিক প্ল্যাটফর্মে হাজির হয়েছে ওয়েব সিরিজ 'কাটাকুটি'। কাজ চলছে 'আম্রপালি'র ডাবিংয়ের । এরই মাঝে শুটিঙের মধ্যেই অসুস্থ হয়ে পড়লেন পরিচালক । হঠাৎই শরীরে অসুস্থতা বোধ করেন তিনি । অস্বস্তি বাড়লে তাঁকে নিয়ে যাওয়া হয় এক বেসরকারি হাসপাতালে । পরিচালকের শরীরের যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করে জানা যায়, তিনি হৃদরোগে আক্রান্ত । অস্ত্রোপচার হবে তাঁর । দিনক্ষণ এখনও জানাননি চিকিৎসকেরা ।
আরও পড়ুন:রেপ ভিক্টিমকে জীবনের মূলস্রোতে ফিরিয়ে আনার গল্প 'হারানো প্রাপ্তি'