পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Puneeth Rajkumar: পুনিত রাজকুমারকে শেষশ্রদ্ধায় জনসমুদ্র, আজই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টি - পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টি

আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হবে কন্নড় অভিনেতা পুনিত রাজকুমারের (Puneeth Rajkumar)৷ তাঁকে শেষশ্রদ্ধা জানালে বেঙ্গালুরুতে নামে মানুষের ঢল ৷

puneeth-rajkumar-fans-in-large-numbers-pay-last-respects-to-power-star-at-bengaluru-stadium
পুনিত রাজকুমারকে শেষশ্রদ্ধায় জনসমুদ্র, আজই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টি

By

Published : Oct 30, 2021, 1:45 PM IST

বেঙ্গালুরু, 30 অক্টোবর: কন্নড় তারকা পুনিত রাজকুমারের (Puneeth Rajkumar) শেষযাত্রায় জনসমুদ্রের সাক্ষী থাকল বেঙ্গালুরু ৷ তাঁকে শেষশ্রদ্ধা জানালেন সেলিব্রিটি থেকে শুরু করে হাজার হাজার সাধারণ মানুষ ৷ কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই জানিয়েছেন, পুনিতের মেয়ে বন্দিতা এসে পৌঁছনোর পর আজ সন্ধে নাগাদ অন্ত্যেষ্টি হবে পাওয়ার স্টারের ৷ কান্তিভীরা স্টুডিয়োতে তাঁর বাবার সমাধির পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে শেষকৃত্য ৷

ভক্তরা যাতে শেষশ্রদ্ধা জানাতে পারেন, সে জন্য শুক্রবার সন্ধে থেকেই কান্তিভীরা স্টেডিয়ামে রাখা আছে 46 বছরের প্রয়াত অভিনেতা পুনিত রাজকুমারের মরদেহ ৷ বিপুল জনসমাগম সামাল দিতে 6000-এরও বেশি পুলিশকর্মী, 40 কেএসআরপি প্লাতুন ও ব়্যাফকে দায়িত্ব দেওয়া হয়েছে ৷ নিয়ম ও শৃঙ্খলা মেনে প্রয়াত তারকাকে শেষশ্রদ্ধা জানানোর জন্য জনগণের কাছে আর্জি জানিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী ৷

প্রত্যাশামতোই শনিবার হাজার হাজার ভক্তের সমাগম হয় কান্তিভীরা স্টেডিয়ামে ৷ চোখের জলে প্রিয় অভিনেতাকে শ্রদ্ধা জানান অনুরাগীরা ৷ তেলুগু সুপারস্টার বালকৃষ্ণ ফুল দিয়ে শেষশ্রদ্ধা জানান ৷ চোখের জলে পুনিত রাজকুমারকে শেষশ্রদ্ধা জানান অভিনেতা প্রভু দেবা ৷ দিনকয়েক আগেই তিনি পুনিতের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন ৷

নিউ ইয়র্ক থেকে দেশে ফিরছেন প্রয়াত তারকার কন্যা বন্দিতা ৷ দিল্লি থেকে তাঁকে নিয়ে আসার জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করেছে কর্নাটক সরকার ৷ আজ বিকেল 4টের মধ্যেই বন্দিতা বেঙ্গালুরু পৌঁছে যাবেন বলে আশা করা হচ্ছে ৷ তারপর হবে অন্ত্যেষ্টি ৷ বিকেল 3টের পর থেকে শুরু হবে শেষযাত্রা ৷ নির্দিষ্ঠ রুট ম্যাপ তৈরি করে রেখেছে প্রশাসন ৷

আরও পড়ুন: Puneeth Rajkumar: সিদ্ধার্থের পর অকালেই হার্ট অ্যাটাকে মৃত জনপ্রিয় কন্নড় অভিনেতা রাজকুমার

সিদ্ধার্থ শুক্লার পর হার্ট অ্যাটাকে অকালেই প্রয়াত হন 46 বছরের পাওয়ার স্টার পুনিত রাজকুমার ৷ শুক্রবার সকালে বেঙ্গালুরুর হাসপাতালে তাঁর জীবনাবসান হয় ৷ বিক্রম হাসপাতালের ডা. রঙ্গনাথ নায়ক জানান, বেলা 11.30 নাগাদ পুনিত রাজকুমারকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷ বুকে ব্যথা নিয়ে তাঁকে যখন হাসপাতালে ভর্তি করা হয়, তখন তাঁর অবস্থা ছিল সঙ্কটজনক ৷ তাঁকে আইসিইউ-তে ভর্তি করা হয় ৷ জানা যায়, সকালেই হৃদরোগে আক্রান্ত হন কন্নড় অভিনেতা ৷ তাঁকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গিয়ে সেখানে তাঁর ইসিজি করানো হয় ৷ সেখানেই স্পষ্ট হয় যে, তাঁর হার্ট অ্যাটাক হয়েছে ৷ সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় বিক্রম হাসপাতালে ৷

আরও পড়ুন:Sidharth Shukla's funeral: সিদ্ধার্থকে শেষবিদায় বিধ্বস্ত প্রেমিকা শেহনাজের, ভাইরাল ভিডিয়ো

খবর পেয়ে হাসপাতালে যান কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই ৷ এ ছাড়াও প্রাক্তন কয়েকজন মুখ্যমন্ত্রী ও বেশ কয়েকজন মন্ত্রী যান হাসপাতালে ৷ পুনিতের অসুস্থতার খবর জানাজানি হতেই হাসপাতালের বাইরে ভিড় জমান তাঁর অনুরাগীরা ৷ অন্যান্য তারকারাও চলে যান হাসপাতালে ৷ এর কিছু সময় পরই কর্নাটকের মুখ্যমন্ত্রী বলেন, "আমি গভীর ভাবে শোকাহত ৷ হার্ট অ্যাটাকে প্রয়াত হয়েছেন কন্নড় সেলিব্রিটি শ্রী পুনিত রাজকুমার ৷ কন্নড়দের প্রিয় অভিনেতা আপ্পুর প্রয়াণে কর্নাটকের বিরাট ক্ষতি হয়ে গেল ৷ ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, তাঁর আত্মা শান্তি পাক এবং তাঁর ভক্তরা এই যন্ত্রণা সহ্য করার শক্তি পান ৷"

আরও পড়ুন:Aryan Khan Release : ফিরেছেন আরিয়ান, শাহরুখের জন্মদিনের প্রাক্কালে মন্নতে আগাম দীপাবলি

ABOUT THE AUTHOR

...view details