পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

প্রকাশ্যে নন্দিতা-শিবুর নতুন ছবি 'গোত্র'-র লোগো, সামনে এল ছবি মুক্তির তারিখও - Sibaprasad Mukhopadhyay

বাংলা ছবি দেখতে দর্শককে হলমুখী করেছে নন্দিতা-শিবপ্রসাদের ছবিগুলো। 'প্রাক্তন', 'বেলাশেষে', 'হামি' ও সম্প্রতি 'কণ্ঠ'-র মতো ছবি যেমন বক্স অফিস কাঁপিয়েছে, তেমনই সমালোচকদের প্রশংসা অর্জন করেছে। 'কণ্ঠ'-র রেশ কাটতে না কাটতেই এবার 'গোত্র'-র লোগো লঞ্চ করলেন নন্দিতা-শিবু।

গোত্র

By

Published : Jun 20, 2019, 12:08 PM IST

Updated : Jun 20, 2019, 4:17 PM IST

কলকাতা : ১০ মে মুক্তি পেয়েছিল নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি 'কণ্ঠ'। বেশিদিন কাটেনি তারপর। একের পর এক হাউজ়ফুল শো দিয়ে গেছে ছবিটি। আর এরই মধ্যে নন্দিতা-শিবুর পরবর্তী ছবি 'গোত্র'-র লোগো সামনে এল।

নিজস্ব প্রযোজনা সংস্থা 'উইন্ডোজ' থেকে এক বছরে নন্দিতা-শিবপ্রসাদের পরিচালনায় একটি ছবিই মুক্তি পেত এত বছর ধরে। ব্য়তিক্রম এই বছরটাই। কারণ এই বছরে তাঁদের পরিচালনায় মুক্তি পাচ্ছে দু'টো ছবি।

অনেকের ধারণা ছিল নন্দিতা-শিবপ্রসাদ পরিচালিত 'বেলাশুরু' ছবিটি মুক্তি পাবে আগে। কিন্তু, বর্তমান সামাজিক,রাজনৈতিক ও ধর্মীয় পরিস্থিতির সাপেক্ষে 'গোত্র'-কেই আগে মুক্তি দিতে চাইছেন পরিচালকদ্বয়। চলতি বছরের অগাস্ট মাসে জন্মাষ্ঠমীর দিন মুক্তি পাবে 'গোত্র'।

মুক্তিপ্রাপ্ত লোগো...
নন্দিতা-শিবপ্রসাদের থেকে দিন দিন প্রত্যাশা বাড়ছে দর্শকের। অনেকে এটা মনে করেন, দর্শক হলে কোনও তারকার জন্য আসেন না। আসেন নন্দিতা-শিবুর ছবি দেখতে। আর সাম্প্রতিককালের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি যেরকম, সেখানে 'গোত্র'-র মতো ছবি যে দর্শক হলে এসে দেখবেন, সেটা আর বলার অপেক্ষা রাখে না।
Last Updated : Jun 20, 2019, 4:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details