মুম্বই, 3 অক্টোবর: বলিউডের তাবড় তাবড় সেলিব্রিটিদের ঘুম উড়িয়ে দিয়েছেন তিনি ৷ তাঁর নেতৃত্বে চলা তদন্তেই ফিল্মি দুনিয়ার একের পর এক নাম জড়িয়ে পড়েছে নানা মামলায় ৷ নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede) ৷ প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুতে মাদক যোগের অভিযোগে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর (Rhea Chakraborty) বিরুদ্ধে তদন্ত করেছিলেন তিনিই ৷ আর এ বার তাঁর নেতৃত্বে জালে ধরা পড়েছে আরও রাঘববোয়াল ৷ মুম্বইয়ের ক্রুজে মাদক পার্টি থেকে আটক হয়েছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান (Aryaan Khan)-সহ 8 জন ৷
তবে বলিউডের অনেকেরই রাতের ঘুম কেড়ে নেওয়া এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়ের আবার বলিউডের সঙ্গে সুন্দর একটা মিষ্টি সম্পর্কও রয়েছে ৷ তাঁর স্ত্রী জনপ্রিয় মারাঠি অভিনেত্রী ক্রান্তি রেডকর ৷ যিনি 2003 সালে 'গঙ্গাজল' ফিল্মে অজয় দেবগণের সঙ্গে অভিনয় করেছেন ৷ 2017 সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন ওয়াংখেড়ে ও ক্রান্তি ৷
আরও পড়ুন:NCB Chief on Aryaan Khan: ফিল্মের কেউ জড়ালেও তদন্ত নিরপেক্ষ হবে, আরিয়ান-কাণ্ডে দাবি এনসিবি প্রধানের
2008-এর ব্যাচের আইআরএস অফিসার সমীর ওয়াংখেড়ে ৷ মুম্বই বিমানবন্দরে কাস্টমস অফিসার পদ দিয়ে কেরিয়ার শুরু করেন তিনি ৷ গত 2 বছরে তাঁর নেতৃত্বে তদন্ত চালিয়ে 17 হাজার কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করা হয় ৷ 2008 সাল থেকে 2020 সাল পর্যন্ত ডেপুটি কমিশনার অফ এয়ার ইন্টেলিজেন্স ইউনিট (AIU), এনআইএ-র অতিরিক্ত পুলিশ সুপার, ডিরেক্টোরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (DRI)-এর যুগ্ম কমিশনার ও এনসিবি-র জোনাল ডিরেক্টরের দায়িত্ব সামলেছেন ৷ সব ক্ষেত্রেই তুলে ধরেছেন নিজের ক্যারিশমা ৷ কাস্টমসে থাকাকালীন বহু সেলিব্রিটিকে আটকে দেন তিনি ৷ বিদেশি মুদ্রায় কেনা জিনিসের কর আদায় করে তবে তাঁদের ছাড়পত্র দিতেন বছর তিরিশের সমীর ৷ কর জমা না-দেওয়ায় 2000-এরও বেশি তারকার বিরুদ্ধে তিনি মামলা করেছেন ৷