পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Sameer Wankhede: স্ত্রী অভিনেত্রী, তবু আরিয়ান ও বলি সেলেবদের নিস্তার নেই সমীরের হাত থেকে

তাঁর নেতৃত্বে আটক হয়েছেন আরিয়ান খান (Aryaan Khan) ৷ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদক মামলায় রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে তদন্ত চালিয়েছিলেন তিনি ৷ এ ছাড়াও তাঁর হাত থেকে পার পাননি বলিউডের অন্যান্য তারকাও ৷ এনসিবি-র আধিকারিক সেই সমীর ওয়াংখেড়ের (Sameer Wankhede) স্ত্রী কিন্তু একজন বলিউড অভিনেত্রী ৷

NCB's Sameer Wankhede Who detained Aryaan Khan Stalled World Cup Trophy at Airport, Married to Actor
স্ত্রী অভিনেত্রী, তবু আরিয়ান ও বলি সেলেবরা পার পাননি এনসিবি-র সমীরের থেকে

By

Published : Oct 3, 2021, 3:27 PM IST

মুম্বই, 3 অক্টোবর: বলিউডের তাবড় তাবড় সেলিব্রিটিদের ঘুম উড়িয়ে দিয়েছেন তিনি ৷ তাঁর নেতৃত্বে চলা তদন্তেই ফিল্মি দুনিয়ার একের পর এক নাম জড়িয়ে পড়েছে নানা মামলায় ৷ নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede) ৷ প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুতে মাদক যোগের অভিযোগে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর (Rhea Chakraborty) বিরুদ্ধে তদন্ত করেছিলেন তিনিই ৷ আর এ বার তাঁর নেতৃত্বে জালে ধরা পড়েছে আরও রাঘববোয়াল ৷ মুম্বইয়ের ক্রুজে মাদক পার্টি থেকে আটক হয়েছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান (Aryaan Khan)-সহ 8 জন ৷

তবে বলিউডের অনেকেরই রাতের ঘুম কেড়ে নেওয়া এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়ের আবার বলিউডের সঙ্গে সুন্দর একটা মিষ্টি সম্পর্কও রয়েছে ৷ তাঁর স্ত্রী জনপ্রিয় মারাঠি অভিনেত্রী ক্রান্তি রেডকর ৷ যিনি 2003 সালে 'গঙ্গাজল' ফিল্মে অজয় দেবগণের সঙ্গে অভিনয় করেছেন ৷ 2017 সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন ওয়াংখেড়ে ও ক্রান্তি ৷

আরও পড়ুন:NCB Chief on Aryaan Khan: ফিল্মের কেউ জড়ালেও তদন্ত নিরপেক্ষ হবে, আরিয়ান-কাণ্ডে দাবি এনসিবি প্রধানের

2008-এর ব্যাচের আইআরএস অফিসার সমীর ওয়াংখেড়ে ৷ মুম্বই বিমানবন্দরে কাস্টমস অফিসার পদ দিয়ে কেরিয়ার শুরু করেন তিনি ৷ গত 2 বছরে তাঁর নেতৃত্বে তদন্ত চালিয়ে 17 হাজার কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করা হয় ৷ 2008 সাল থেকে 2020 সাল পর্যন্ত ডেপুটি কমিশনার অফ এয়ার ইন্টেলিজেন্স ইউনিট (AIU), এনআইএ-র অতিরিক্ত পুলিশ সুপার, ডিরেক্টোরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (DRI)-এর যুগ্ম কমিশনার ও এনসিবি-র জোনাল ডিরেক্টরের দায়িত্ব সামলেছেন ৷ সব ক্ষেত্রেই তুলে ধরেছেন নিজের ক্যারিশমা ৷ কাস্টমসে থাকাকালীন বহু সেলিব্রিটিকে আটকে দেন তিনি ৷ বিদেশি মুদ্রায় কেনা জিনিসের কর আদায় করে তবে তাঁদের ছাড়পত্র দিতেন বছর তিরিশের সমীর ৷ কর জমা না-দেওয়ায় 2000-এরও বেশি তারকার বিরুদ্ধে তিনি মামলা করেছেন ৷

2013 সালে মুম্বই বিমানবন্দরে বিদেশি মুদ্রা-সহ গায়ক মিকা সিংকে ধরেছিলেন সমীর ৷ এ ছাড়াও অনুরাগ কাশ্যপ, বিবেক ওবেরয়, রামগোপাল ভার্মা-সহ বলিউডের অনেক তারকার মালিকানাধীন সম্পত্তিতে বীর বিক্রমে হানা দিয়েছেন এই শীর্ষ পুলিশকর্তা ৷

আরও পড়ুন:Aryaan Khan: ক্রুজে মাদক পার্টি থেকে আটক শাহরুখ-পুত্র-সহ 8 জনকে জেরা এনসিবি-র

এখানেই শেষ নয়, 2011 সালে তিনি ছাড় দেননি বিশ্বকাপ ট্রফিকেও (World Cup trophy) ৷ মুম্বই বিমানবন্দরে সোনার সেই ট্রফির জন্য শুল্ক দিয়ে তবেই ট্রফিকে ছাড়পত্র দেওয়া হয় ৷

এবার সমীর ওয়াংখেড়ের নেতৃত্বে শনিবার মুম্বইয়ে প্রমোদ তরীতে নাটকীয় ভাবে হানা দেয় তাঁর দলবল ৷ আগে থেকেই খবর ছিল তাঁদের কাছে ৷ সমীরের নেতৃত্বে একেবারে সাধারণ যাত্রীর ছদ্মবেশে ক্রুজের পার্টিতে অংশ নিয়েছিল এনসিবি ৷ সুপরিকল্পিত স্ট্র্যাটেজি নিয়ে জনপ্রতি 75,000 টাকা করে টিকিটও বুক করে তাঁরা ৷ যাত্রী সেজে যে এনসিবি মাদক পার্টিতে তাঁদের উপর নজর রাখছে, তা ঘুণাক্ষরেও টের পাননি অভিযুক্তরা ৷ কিছু সময় পেরোতেই কয়েকজনকে মাদক সেবন করতে দেখে হাতেনাতে ধরে ফেলেন এনসিবির আধিকারিকরা ৷ রেইড চালানো শুরু হয় গোটা প্রমোদ তরীতে ৷ সেখানে বলিউডের কয়েকজন সেলিব্রিটির থেকে উদ্ধার হয় নিষিদ্ধ মাদক ৷

আরও পড়ুন:Narcotics Control Bureau : মাঝসমুদ্রে ক্রুজে হানা এনসিবি'র, বলিউড সুপারস্টারের ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ

ABOUT THE AUTHOR

...view details