পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ফিল্মি আড্ডায় 'মিতিনমাসি' - মিতিনমাসি

'ব্যোমকেশ', 'শবর'-এর পর এবার বাংলা সাহিত্যের একমাত্র নারী গোয়েন্দা প্রজ্ঞা পারমিতা মুখার্জি অর্থাৎ মিতিনকেই পরিচালক অরিন্দম শীল বেছে নিয়েছেন সেলুলয়েডের জন্য ।

ছবি

By

Published : Sep 30, 2019, 6:37 PM IST

কলকাতা : ২ অক্টোবর মুক্তি পাচ্ছে 'মিতিনমাসি'। 'ব্যোমকেশ', 'শবর'-এর পর এবার বাংলা সাহিত্যের একমাত্র নারী গোয়েন্দা প্রজ্ঞা পারমিতা মুখার্জি অর্থাৎ মিতিনকেই পরিচালক অরিন্দম শীল বেছে নিয়েছেন সেলুলয়েডের জন্য ।

আমরা অনেকেই জানি, ছবিতে মিতিনমাসির চরিত্রে অভিনয় করছেন কোয়েল মল্লিক। এই ছবিতে আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিনয় পাঠক ও জুন মালিয়া । পার্সি দম্পতি চরিত্রে দেখা যাবে তাঁদের ।

ছবির মুক্তির জন্য কলকাতায় এসেছেন বিনয় । মুক্তির ঠিক কয়েক ঘণ্টা আগেই ETV ভারত সিতারার ক্যামেরার সামনে আড্ডায় মেতে উঠলেন বিনয় পাঠক, জুন মালিয়া এবং অরিন্দম শীল ।

দেখুন ভিডিয়ো...

দেখুন ভিডিয়ো

ABOUT THE AUTHOR

...view details