পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

আসছে নতুন শর্টফিল্ম 'মিরাজ' - debjoy mallick

অভিনয় করেছেন অপরাজিতা আঢ্য, ভরত কল, শুভজিৎ কর, পায়েল দত্ত, মিশমী দাস, প্রত্যুষা পাল, অরুণাভ দত্ত, তাপস চক্রবর্তী এবং শিশুশিল্পী লাড্ডু ।

sdf
sdf

By

Published : May 2, 2020, 9:16 PM IST

কলকাতা : আসছে নতুন শর্টফিল্ম 'মিরাজ'। অভিনয় করেছেন অপরাজিতা আঢ্য, ভরত কল, শুভজিৎ কর, পায়েল দত্ত, মিশমী দাস, প্রত্যুষা পাল, অরুণাভ দত্ত, তাপস চক্রবর্তী এবং শিশুশিল্পী লাড্ডু । ছবিটি পরিচালনা করেছেন দেবজয় মল্লিক । দেবজয় ফিল্মস, সৌমজিৎ ডিজিটাল ও SHIRC উপস্থাপনায় তৈরি এই ছবিটি ।

মিশমী দাস

দেবজয় একজন অভিনেতা । এই ছবির মাধ্যমেই পরিচালনায় হাতেখড়ি হল তাঁর । জানুয়ারি মাসে শুটিং শেষ হয়েছে । সম্প্রতি এডিটও শেষ হয়েছে । প্রকাশ্যে এসেছে ছবির পোস্টার । একাধিক ফেস্টিভালে যাওয়ার জন্য তৈরি ছবিটি ।

অপরাজিতা আঢ্য

ছবি সম্পর্কে ETV ভারত সিতারাকে দেবজয় বলেন, "এই ফিল্মের পরিকল্পনা 4 বছর আগেকার । দূষিত হওয়ার মতো কিছু সামাজিক অবক্ষয় আমাদের পরিস্থিতি কঠিন করে দিয়েছে । সেটাই এই ছবির বিষয় । সময়ের চাকা একটা বৃত্ত সম্পূর্ণ করে একই জায়গায় এসে দাঁড়িয়ে পড়ে, এখানেও তাই হয়েছে । 'মিরাজ' 4টি গল্পের একটি কোলাজ । ছবির গল্পের শেষে দর্শক একটি আয়নার সামনে দাঁড়িয়ে থাকবে । এই ছবিতে কোনও সংলাপ নেই । আর যেহেতু সংলাপ নেই, ছবিতে সংগীত খুব বড় ভূমিকা পালন করেছে । সেই দায়িত্বটা পালন করেছেন নিরুপম দত্ত ।"

লাড্ডু

প্রত্যেকটি গল্পে আবেগকে তুলে ধরা হয়েছে । 'মিরাজ'-এর প্রথম গল্পটি এমন একটি মেয়ের কথা বলে, যার কাছে সব আছে । এমন কিছুই নেই, যা সে চায় না । উচ্চাকাঙ্খার চাপে সেই ছোট্ট মেয়েটি হারিয়ে যায় । ছবির দ্বিতীয় গল্প এক শিক্ষিকার সম্পর্ককে ঘিরে । কেননা আমাদের অনেকেরই বাস্তবের মুখোমুখি হওয়ার জন্য ম্যাজিক রিয়ালিজ়মের প্রয়োজন হয় । তৃতীয় গল্পটি পুরোপুরি ভাগ্য দ্বারা শাসিত । আর চতুর্থ গল্পটি স্বপ্নকে ঘিরে ।

.

ABOUT THE AUTHOR

...view details