মুম্বই, 24 অক্টোবর : 45 বছরে পড়লেন বলিউডের অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত (Mallika Sherawat)৷ জন্মদিনে নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় উত্তাপ ছড়ালেন তিনি ৷ এই বয়সেও তিনি কতটা ফিট ও আকর্ষণীয় (Fit And Fabulous), তা বোঝাতে নিজের বিকিনি পরা কয়েকটি ছবি পোস্ট করেছেন মল্লিকা ৷ সেই ছবি দেখে আগুন ও ভালবাসার ইমোজিতে বানভাসি হয়েছে কমেন্ট বক্স ৷
নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে তিনটি ছবি পোস্ট করেছেন মল্লিকা শেরাওয়াত ৷ সেখানে তাঁকে হলুদ বিকিনি পরে দেখা গিয়েছে ৷ একটি পুলের পাশে কোনওটায় দাঁড়িয়ে, কোনওটায় শুয়ে উত্তেজক ভঙ্গিমায় পোজ দিয়েছেন তিনি ৷ ক্যাপশনে লিখেছেন, "বার্থ ডে গার্ল ৷ ফিট ও অসাধারণ ৷" এই ছবি দেখে কমেন্ট বক্সে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ভক্তরা ৷ অনেকেই আগুনের ইমোজি দিয়েছেন ৷ জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছা ৷
বর্তমানে লস অ্যাঞ্জেলেসে থাকেন মল্লিকা ৷ বিভিন্ন সময়েই সোশ্যাল মিডিয়ায় নিজের আপডেট দিয়ে থাকেন ৷ শাড়ি পরে দেশি গার্লের লুকে ছবিও পোস্ট করেন ৷
আরও পড়ুন:Aryan Khan: আরিয়ানের মুক্তির জন্য ₹25 কোটি দাবি ! ঘুষ নিয়েছেন ওয়াংখেড়েও ?