পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

উন্মোচিত হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লোগো - কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

8 জানুয়ারি নবান্ন সভাঘর থেকে 26তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবার চলচ্চিত্র উৎসবের থিম কান্ট্রি ইট্যালি ।

sdf
sdzf

By

Published : Jan 3, 2021, 12:49 PM IST

কলকাতা : উদ্বোধন করা হল 26তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (কেআইএফএফ) লোগো । গতকাল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি দাম, রাজ চক্রবর্তী, মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেনসহ আরও অনেকে । 8 জানুয়ারি থেকে শুরু হবে এই উৎসব । চলবে 15 জানুয়ারি পর্যন্ত ।

এবার কোরোনার প্রভাব পড়েছে সব জায়গাতেই । এর প্রভাবে পিছিয়ে গিয়েছে একাধিক চলচ্চিত্র উৎসব । সংক্রমণ ঠেকাতে বেশিরভাগ উৎসবের আয়োজন করা হচ্ছে ভার্চুয়াল মাধ্যমে । বাদ যায়নি কেআইএফএফ-ও ।

ফোটো সৌজন্য : রাজ চক্রবর্তীর ইনস্টাগ্রাম

প্রতিবছরের মতো এবারও 26তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পালিত হওয়ার কথা ছিল 2020-র নভেম্বরে । ঠিক ছিল 5 নভেম্বর থেকেই শুরু হবে এই অনুষ্ঠান । চলবে 12 নভেম্বর পর্যন্ত । কিন্তু, কোরোনা পরিস্থিতির জেরে বদলে যায় সেই ছবি । এছাড়া কোরোনা পরিস্থিতির জেরে অনেকেই ভেবেছিলেন ভার্চুয়াল মাধ্যমে এই উৎসব পালন করা হবে । কিন্তু, চলচ্চিত্র মণ্ডলীর সঙ্গে কথা বলে অনুষ্ঠান জানুয়ারিতে করার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

ভিডিয়ো সৌজন্য : পাওলি দামের ইনস্টাগ্রাম

যদিও কোরোনার কোপ পড়েছে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে । এই উৎসবের অন্যতম আকর্ষণ হল উদ্বোধনী অনুষ্ঠান । উদ্বোধনের দিন প্রতিবছরই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বসে যায় চাঁদের হাট । বলিউড ও টলিউডের প্রথমসারির তারকাদের পাশাপাশি থাকেন দেশ-বিদেশের একাধিক পরিচালক ও অভিনেতা । আর সেই তারকাদের একঝলক দেখার জন্য সেখানে ভিড় জমান আম জনতা । কিন্তু, এবার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে ভার্চুয়াল মাধ্যমে ।

8 জানুয়ারি নবান্ন সভাঘর থেকে 26তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী । কোনও অতিথিই এবার যোগ দেবেন না এই উৎসবে । সূত্রের খবর, ভার্চুয়াল মাধ্যমে হওয়া এই অনুষ্ঠানে অমিতাভ বচ্চন, শাহরুখ খানসহ অন্য তারকারা যোগ দিতে পারেন ।

এবার চলচ্চিত্র উৎসবের থিম কান্ট্রি ইট্যালি । আর 2020-তে যে সব কিংবদন্তী অভিনেতারা প্রয়াত হয়েছেন তাঁদের এই উৎসবে সম্মান জানানো হবে বলেও জানা গিয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details