কলকাতা, 16 সেপ্টেম্বর: লড়াই এ বার 'অচেনা উত্তম' (Achena Uttam)-এর সঙ্গে 'অতি উত্তম' (Ati Uttam)এর । আইনি জটে জড়ালেন মহানায়ক (Uttam Kumar) পৌত্র অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)-সহ 'ক্যামেলিয়া প্রোডাকশন হাউজ' । তবে সমস্যা শিগগিরই মিটে যাবে বলে আশা প্রকাশ করেছেন উত্তম কুমারের নাতনি নবমিতা চট্টোপাধ্যায় (Nabamita Chatterjee)৷
অতনু বসুর ছবি ‘অচেনা উত্তম'-এর প্রযোজনা সংস্থা 'অলকানন্দা আর্টস'-এর তরফ থেকে মঙ্গলবার সকালে আইনি নোটিস (Legal Notice) পাঠানো হয়েছে গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee), সৃজিত মুখোপাধ্যায় এবং প্রযোজনা সংস্থা 'ক্যামেলিয়া প্রোডাকশন' হাউস-কে । গৌরব ছাড়াও পরিবারের অন্যান্য চার সদস্যের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে । এঁরা নাকি চুক্তির শর্ত অমান্য করেছেন ।
'অচেনা উত্তম' ছবির প্রযোজক সংস্থা অলকানন্দা আর্টসের অভিযোগ, তাদের সঙ্গে উত্তম-পৌত্র গৌরব চট্টোপাধ্যায়ের যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, তাতে স্পষ্ট ভাবে বলা ছিল যে, উত্তম কুমারের নাম ও ছবি অন্য ফিল্মে ব্যবহার করা যাবে না । অথচ সৃজিত মুখোপাধ্যায়ের ছবি অতি উত্তমের পোস্টারে মহানায়কের ছবির পাশাপাশি তাঁর নামও ব্যবহার করা হয়েছে ।