কলকাতা, 17 ফেব্রুয়ারি: এ বার কবিতার অ্যালবামে ধরা দিলেন অভিনেতা কৌশিক সেন (Kaushik Sen to act in poetry album)। প্রবাসী বাঙালি দেবযানী মিত্রর (Debjani Mitra) সঙ্গে জুটি বেঁধে কাজ করলেন অভিনেতা ।
প্রেম দিবসের প্রাক্কালেই অভিনেতা কৌশিক সেনকে (Kaushik Sen news) দেখা গিয়েছে এই নতুন ভূমিকায় । এই কবিতার অ্যালবামে প্রবাসী বাঙালি দেবযানী মিত্রকে আবৃত্তি করতে শোনা গিয়েছে । আর তাতে অভিনয়ও করেছেন তিনি, কৌশিক সেনের সঙ্গে জুটি বেঁধে । এই কবিতার সঙ্গে সুন্দর একটা অভিনয় উপস্থাপন করা যায় বলে মনে হয় দেবযানী মিত্রর । সেই মনে হওয়াকেই বাস্তবে রূপ দিলেন তিনি । পাশে পেলেন জনপ্রিয় অভিনেতাকে ।
আরও পড়ুন:'না' বলতে পারার সাহস থাকা উচিত শিল্পীদের : কৌশিক সেন
উল্লেখ্য, সাহিত্য এবং বাংলা কবিতার প্রতি অনুরাগের বন্ধনে জড়িত একটি পরিবারে জন্ম দেবযানীর । তাঁর বাবা পার্থপ্রতিম মিত্র পেশায় একজন প্রকৌশলী এবং আবৃত্তিকার । খুব অল্প বয়সেই আবৃত্তিতে হাতেখড়ি দেবযানীর । মাত্র চার বছর বয়স থেকে নন্দন, রবীন্দ্র সদন এবং অনুরূপ প্ল্যাটফর্মে অভিনয় করেছেন এবং কবিতা আবৃত্তি করেছেন । আশা অডিয়ো থেকে মুক্তি পেয়েছে তাঁর 'অনন্যা' শিরোনামের কবিতার অ্যালবাম ।
দেবযানীর নিজস্ব ইউটিউব চ্যানেল- 'আনপ্লাগড দেবযানী মিত্র'তে (Unplugged Debjani Mitra) পাওয়া যাবে সাম্প্রতিক এই কবিতার অ্যালবামটি । এক প্রেমিকার না বলা কথা আছে 'এটা তোমার জন্য' কবিতায় । গল্পের নায়ককে লেখা একটি চিঠিই এই কবিতার অ্যালবামের মূলধন ।
আরও পড়ুন:"এই মৃত্যু উপত্যকা আমার দেশ না", ক্ষোভপ্রকাশ বিদ্বজ্জনদের