মুম্বই : সোশাল মিডিয়ায় এখন ইলেকট্রিক বিলের ছড়াছড়ি । ভাবছেন কী ভাবে ? কারণে কমবেশি প্রত্যেক সেলেব্রিটিই তাঁদের ইলেকট্রিক বিলের ছবি পোস্ট করছেন টুইটার-ইনস্টা-ফেসবুকে । আর প্রত্যেকেরই বিল দেখে মাথায় হাত । ঠিক যেমন অবস্থা কৌশিক গাঙ্গুলির ।
এই মাসে তাঁর বিল এসেছে 19990 টাকা অর্থাৎ দশ টাকা কম কুড়ি হাজার টাকা । সেই দেখে খুবই "অসহায়" বোধ করছেন পরিচালক । আগের মাসে বিলের পরিমাণ ছিল 15100 টাকা, সেটাও বেশ বড় সারপ্রাইজ় ছিল কৌশিকের জন্য ।
বিলের একটি ছবি পোস্ট করে টুইটারে কৌশিক লিখেছেন, "আমরা তিনজন । অত্যন্ত সাধারণ জীবনযাপন আমাদের । বিশেষ করে এরম অনিশ্চিত সময়ে আরও খরচ সামলে চলেছি সবাই । খুব গরম দুপুর একটি ও রাতে শোবার সময় দুটি AC চলে । কোনোদিন একসঙ্গে তিনটি AC চলেনা আমাদের বাড়িতে । সবই LED আলো !"