হায়দরাবাদ, 24 অক্টোবর:এক বছর ধরে মুক্তির অপেক্ষায় সূর্যবংশী (Sooryavanshi) ৷ তবে এখন খুলেছে সিনেমা হল ৷ নির্মাতারা ঘোষণা করেছেন, আগামী 5 নভেম্বর মুক্তি পাবে এই ছবি ৷ ছবি মুক্তির আগে তার প্রচারে দারুণ ব্যস্ত কুশীলবরা ৷ তবে এই ব্যস্ততার মধ্যেও প্রচারের মাঝে ছোট্ট একটা ঘুম সেরে নিলেন ফিল্মের হিরো অক্ষয় কুমার (Akshay Kumar) ৷ আর তাঁর ঘুমোনোর ভিডিয়ো লুকিয়ে ক্যামেরাবন্দি করে ফেলেছেন ছবির নায়িকা ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) ৷
রবিবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে সূর্যবংশীর প্রচারের সেই মজাদার ভিডিয়ো পোস্ট করেছেন ক্যাটরিনা ৷ রণবীর সিং-এর টেলিভিশন শো দ্য বিগ পিকচারে ইতিমধ্যে ছবির প্রচার শুরু করেছেন অভিনেত্রী ও পরিচালক রোহিত শেট্টি (Rohit Shetty)৷ তবে ক্যাটরিনা যে প্রচারের ইভেন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করেছেন, সেখানেই প্রথমবার সূর্যবংশীর প্রচারে একসঙ্গে দেখা গিয়েছে অক্ষয় ও রোহিতকে ৷
ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি জানলার ধারে রোহিতের কোলে মাথা রেখে চোখ বন্ধ করে শুয়ে রয়েছেন ক্লান্ত অক্ষয় ৷ সেই ভিডিয়ো পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, "আমাদের ছেলেদের একসঙ্গে প্রথম দিনের প্রচারের উন্মাদনাটা শুধু একবার দেখুন ৷"
আরও পড়ুন:Mallika Sherawat: 45-এও ফিট, জন্মদিনে বিকিনিতে উত্তাপ ছড়ালেন মল্লিকা