পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Kajol Trolled: জন্মদিনে ভক্তদের সঙ্গে উদ্ধত আচরণ কাজলের ! রুষ্ট নেটিজেনরা - কাজলের হট ছবি

অভিনেত্রী কাজলের (Kajol) জন্মদিন সেলিব্রেট করার জন্য তাঁর বাড়িতে ফুলের তোড়া ও বার্থ ডে কেক নিয়ে গিয়েছিলেন ভক্তরা ৷ তবে তাঁদের সঙ্গে কাজলের আচরণ (Rude Behaviour) নিয়ে প্রশ্ন তুলেছেন নেট নাগরিকরা (Kajol Trolled) ৷

kajols-rude-behaviour-with-fans-who-visited-her-home-on-birthday-invites-trolls in social media
জন্মদিনে ভক্তদের সঙ্গে উদ্ধত আচরণ কাজলের ! রুষ্ট নেটিজেনরা

By

Published : Aug 6, 2021, 2:29 PM IST

মুম্বই, 6 অগস্ট: বলিউডের অভিনেত্রী কাজলের (Kajol) জন্মদিন ছিল 5 অগস্ট, বৃহস্পতিবার ৷ তাঁর সঙ্গেই এই বিশেষ দিনটি সেলিব্রেট করার জন্য কাজলের বাড়িতে গিয়ে উপস্থিত হন তাঁর ভক্তরা ৷ তাঁরা নিয়ে গিয়েছিলেন ফুলের তোড়া ও বার্থ ডে কেক ৷ কাজল বেরিয়ে এসে সেই কেকও কাটেন ৷ তবে তাঁর আচরণ দেখে ভ্রু কুঁচকেছেন নেট নাগরিকরা (Kajol Trolled) ৷ তাঁদের চোখে ভক্তদের প্রতি অভিনেত্রীর আচরণ উদ্ধত (Rude Behaviour) বলে মনে হয়েছে ৷

ভক্তদের সঙ্গে কাজলের বার্থ ডে সেলিব্রেশনের ভিডিয়ো ক্যামেরাবন্দি হয়েছে ৷ তা নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ারও করেছেন এক পাপারাৎজি ৷ সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ৷ ভিডিয়োয় দেখা গিয়েছে, দরজার বাইরে বেরিয়ে এসে ভক্তদের আনা সেই কেক কাটেন কাজল ৷ তবে তাঁকে এক টুকরো কেক খেতে বলা হলে তিনি বিনীতভাবে আপত্তি জানান ৷ এরপর কেক না-খেয়ে তড়িঘড়ি ঘরের ভেতরে ঢুকে পড়েন তিনি ৷ তবে এই আয়োজনের জন্য হাত জোড় করে ধন্যবাদ জানান ভক্তদের ৷

ভক্তদের আয়োজনে জন্মদিন পালন কাজলের

আরও পড়ুন:47-এ কাজল, প্রিয়তমাকে আদুরে শুভেচ্ছা অজয়ের

এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পরই বাজিগর অভিনেত্রীকে ট্রোলের শিকার হতে হয়েছে ৷ অনেকেই বলেছেন, ভক্তদের প্রতি অভদ্র ও উদ্ধত আচরণ করেছেন কাজল ৷ অনেকে আবার বলেছেন, ভক্তদের নিঃশর্ত ভালবাসার জোরেই বিখ্যাত হয়ে ওঠা অভিনেতারা সেই ভালবাসা পাওয়ার যোগ্য নন ৷ একজন লিখেছেন, "তিনি খুবই অভদ্র আচরণ করেছেন, এই ভক্তদের জন্যই তিনি আজ এই জায়গায় পৌঁছেছেন ৷" অপর নেট নাগরিকের কথায়, "তিনি যে খুব খুশি হয়েছেন, এটা দেখে মনে হয়নি...ভক্তরা শুধু শুধু তাঁদের সময় নষ্ট করলেন ৷" একজন তো বেশ রেগে গিয়ে লিখেছেন, "অহংকারী মহিলা...এঁরা এই সব পাওয়ার যোগ্যই নন...এর থেকে কোনও গরিব বাচ্চার জন্মদিন পালন করা অনেক ভাল ৷" আর একজন কাজলের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, "তিনি অন্তত বাইরে অপেক্ষায় থাকা বাচ্চাদের এক টুকরো কেকও খাওয়াতে পারতেন ৷ এ ধরনের তারকারা ভক্তদের জন্য কিছু করেন না ৷"

বৃহস্পতিবার 47-এ পড়েন কাজল ৷ তাঁর সঙ্গে নিজের একটি সুন্দর মুহূর্তের ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করে কাজলকে শুভেচ্ছা জানান হাবি অজয় দেবগণ (Ajay Devgn)৷ সেই ছবিতে কাজলকে হাবির কাঁধে নাক ঘষে এক গাল হাসতে দেখা গিয়েছে ৷ হাতে হাত রেখে দাঁড়িয়ে রয়েছেন অজয় ৷ কোনও অনুষ্ঠানে অজয় তাঁর স্ত্রীর সম্পর্কে কিছু একটা বলার সময়ই হয়তো এ ভাবে জ্বলজ্বল করে উঠেছেন অভিনেত্রী ৷ ছবির ক্যাপশনে অজয় লিখেছেন, "দীর্ঘ সময় ধরে তুমি আমার মুখে হাসি ধরে রাখতে সমর্থ হয়েছ ৷ শুভ জন্মদিন প্রিয়তমা কাজল ৷ তোমার মতোই এই দিনটাকেও স্পেশাল করার চেষ্টা করব ৷"

আরও পড়ুন:ইন্দিরা গান্ধির চরিত্রে লারা দত্ত ? বেল বটমের ট্রেলারে তাজ্জব নেটিজেন

কর্মক্ষেত্রে ত্রিভঙ্গ ফিল্মে শেষ দেখা গিয়েছে কাজলকে ৷ পরবর্তীতে শশী ললিতার বায়োপিক ছাড়াও তাঁকে দেখা যাবে ভেলাইয়া পাত্তাধারি 3 ও রাজকুমার হিরানির একটি ফিল্মে ৷ সেই ফিল্মে আবার তাঁর বিপরীতে থাকছেন শাহরুখ খান ৷

ABOUT THE AUTHOR

...view details