হায়দরাবাদ, 26 মার্চ :প্রত্যাশায় সিলমোহর দিয়ে মুক্তির প্রথমদিনই 'ট্রিপল আর' সুনামি আছড়ে পড়েছে বক্স অফিসে ৷ বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশনে মুক্তির প্রথমদিন এসএস রাজামৌলির পূর্ববর্তী ছবির নজিরকে পিছনে ফেলছে বহু প্রতীক্ষিত এই ছবি ৷ ওপেনিং ডে-তে 'বাহুবলী-2'-র বিশ্বব্যাপী 217 কোটির ব্যবসার নজির ভেঙে 223 কোটির ব্যবসা করেছে 336 কোটি টাকা ব্যয়ে নির্মিত প্যান ইন্ডিয়ান এই ছবি (RRR breaks Baahubali 2 record in terms of opening day collection worldwide) ৷ রাজামৌলির এই ছবি যে আরও নজির ভাঙবে, সে ব্যাপারে নিশ্চিত সিনে অনুরাগীরা ৷ সবমিলিয়ে বলাই যায় ট্রিপল আর ঝড়ে কাবু দেশ ৷
বিগ বাজেটের এই ছবিতে রাম চরণ, জুনিয়র এনটিআরের মত দক্ষিণের প্রভাবশালী অভিনেতাদের সঙ্গে অজয় দেবগন, আলিয়া ভাটের মত বলিউডের তাবড় অভিনেতা-অভিনেত্রীদের মেলবন্ধন ঘটিয়েছেন পরিচালক রাজামৌলি ৷ তবে বাকিদের পিছনে ফেলে বাড়তি প্রশংসা কুড়িয়ে নিচ্ছেন এনটিআর জুনিয়র ৷ প্রেক্ষাগৃহে দক্ষিণী এই অভিনেতার অনুগামীদের ব্যতিক্রমী উচ্ছ্বাসের ছবি এখন ভাইরাল নেটদুনিয়ায় ৷ ছবিতে অভিনেতার এন্ট্রির সময় প্রেক্ষাগৃহের ভিতরেই এনটিআর জুনিয়র ফ্যানেদের আতসবাজি জ্বালিয়ে সেলিব্রেশনের একটি দৃশ্য ছড়িয়ে পড়েছে আন্তর্জালে (Jr NTR's Entry Scene Sends Fans Into Crazy in Cinemas) ৷