কলকাতা : জম্মু ও কাশ্মীর থেকে প্রত্যাহার করা হয়েছে 370 ধারা । কেন্দ্রের এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছে দেশ । মিশ্র প্রতিক্রিয়া বলিউড থেকে টলিউড সব ইন্ডাস্ট্রিতেই । এই আনন্দে সামিল হয়েছেন টলিউডের অতি পরিচিত অভিনেতা কাশ্মীরি পণ্ডিত ভরত কউল । ETV ভারত সিতারাকে একান্ত সাক্ষাৎকারে কাশ্মীর নিয়ে অনেক কথা ভাগ করলেন অভিনেতা ।
শিকড় থেকে বিচ্ছিন্ন হওয়ার যন্ত্রণা অন্যরকম । এই যন্ত্রণা তাঁরাই বোঝেন, যাদের জন্মভূমি ত্যাগ করে চলে যেতে হয়েছে অন্য জায়গায় । তেমনই এক পরিবার থেকে এসেছেন ভরত কউল । জন্মসূত্রে কাশ্মীরি পণ্ডিত হলেও ভরতের জন্ম পশ্চিমবঙ্গেই । অন্যদের মতো এই কউল পরিবারকেও কাশ্মীর ছেড়ে চলে আসতে হয়েছিল । বিগত 60 বছর ধরে কলকাতার বাসিন্দা তাঁরা ।