মুম্বই, 5 মার্চ: দুদিন ধরে মুম্বই ও পুনেতে তল্লাশি চালিয়ে তাপসী পান্নু ও অনুরাগ কাশ্যপের কাছ থেকে প্রচুর নগদ উদ্ধার করল আয়কর দফতর । তাঁদের বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেন চালানোরও প্রমাণ তাঁদের হাতে এসেছে বলে দাবি আয়কর দফতরের আধিকারিকদের ।
আইটি আধিকারিকদের দাবি, তাপসী পান্নুর 5 কোটি টাকা নগদ গ্রহণের রিসিপ্ট তাঁরা প্রমাণ হিসেবে পেয়েছেন । পাশাপাশি অনুরাগ কাশ্যপের বাড়ি ও অফিসে হানা দিয়ে আয়কর দফতরের আধিকারিকরা পরিচালকের অযাচিত যে পরিমাণ খরচের হদিশ পেয়েছেন, তার কর হয় 20 কোটি টাকা ।
তাপসী পান্নুর কোম্পানির বিরুদ্ধে আয়কর ফাঁকিরও অভিযোগ আনা হয়েছে । তাঁর সই করা ফিল্ম ও এনডোর্সমেন্ট চুক্তিগুলিও খতিয়ে দেখছে আয়কর দফতর । 3 মার্চ অভিনেত্রীর প্রাথমিক বয়ান নেওয়া হয়েছিল । তার পরের দিন তাকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত তথ্য নেওয়া হয়েছে । আইটি আধিকারিকদের সন্দেহ, তাপসী ও অনুরাগের মোবাইল থেকে কিছু তথ্য মুছে ফেলা হয়েছে । সেই ডেটা পুনরুদ্ধারে বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে । তাপসীকে আবারও তলব করা হতে পারে বলে খবর ।