আসছে অনির্বাণ চক্রবর্তীর শর্টফিল্ম 'হিট' - hit short film
আসছে নতুন শর্টফিল্ম, যার নাম 'হিট'। সম্পূর্ণভাবে বাড়িতে শুট করে লকডাউনে তৈরি হয়েছে এই ছবি । পরিচালক অনির্বাণ চক্রবর্তী ।
asd
কলকাতা : একজন প্রেমিক প্রেমে প্রত্যাখ্যান পেয়ে মনের দুঃখে আত্মহত্যা করেছে। এবং যাঁর জন্য সে আত্মহত্যা করেছে, তিনি একজন অভিনেত্রী, সুদীপ্তা চক্রবর্তী।
এটি কোনও সত্যি ঘটনা নয়। একটি শর্টফিল্ম, যার নাম 'হিট'। সম্পূর্ণভাবে বাড়িতে শুট করে লকডাউনে তৈরি হয়েছে। ছবির পরিচালক অনির্বাণ চক্রবর্তী। বলেন, "হতে পারে একজন আত্মহত্যা করল। কিন্তু শর্টফিল্মটি আসলে খুব মজার।"