কলকাতা : আজ মুক্তি পেয়েছে পরিচালক নেহাল দত্তর 'জিও জামাই'। সেখানে আরও একবার জামাইয়ের চরিত্রে অভিনয় করেছেন হিরণ চট্টোপাধ্যায় ।
এই চরিত্র সম্পর্কে হিরণ বলেন, "রুপোলি পরদায় বারবার জামাই হওয়া আমার কাছে মোটেই একঘেয়ে বিষয় নয় । বরং প্রত্যেকবার নতুন ধরনের গল্পে জামাই হচ্ছি । সেটাই বড় ব্যাপার ।"
তিনি আরও বলেন, "এই ছবির একটাই মাত্র মেসেজ, মানুষের সম্পর্ক যেন ভেঙে না যায় । ভেঙে যাওয়া সম্পর্ককে জোড়া লাগানো যেতে পারে, সেটাই এই ছবির মূলবার্তা । এখানে শ্বশুর-শাশুড়ির সম্পর্ক ভেঙে যাচ্ছে । সেখান থেকে কীভাবে তাঁদের সম্পর্ক আবার নতুনভাবে জোড়া লাগে, সেটা নিয়েই 'জিও জামাই'।"
ছবির সিংহভাগ শুটিং হয়েছে বিশাখাপটনম এবং কলকাতায় । মুখ্য চরিত্রে রয়েছেন হিরণ চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, বিশ্বজিৎ চক্রবর্তী, তুলিকা বসু, মৌমিতা চক্রবর্তী, সুমিত গাঙ্গুলি । রয়েছেন নবাগতা ঈশানি ঘোষও ।
সম্পর্ককে কেন্দ্র করে তৈরি ছবিটি । যেখানে শ্বশুর-শাশুড়ির ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগাতে আসে তাঁদের জামাই । হাসির মোড়কে সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করেছেন পরিচালক নেহাল দত্ত । তিনি বলেন, "আমার প্রত্যেক ছবিরই একটা মেসেজ থাকে । আপনারা প্রত্যেকেই সেটা জানেন । যদিও 'অঙ্গার' একটু অন্যরকম ছিল । তবে 'জিও জমাই'তে একটা মেসেজ আছে । এটা একটা ফিল গুড মুভি । কমেডির উপর দিয়ে আমরা দেখিয়েছি । সেই দিক থেকে দেখতে গেলে, ছবিটা দর্শকদের ভালো লাগবে ।"