কলকাতা : নেতাজি কি গুমনামী বাবা ? বছরের পর বছর এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। আর সেই প্রশ্নের উত্তরই হয়ত মিলবে সৃজিত মুখার্জির আগামী ছবি 'গুমনামী'-তে। আজ হয়ে গেল ছবির শুভ মহরৎ।
SVF-এর অফিসে প্রসেনজিৎ চ্য়াটার্জি, অনির্বাণ ভট্টাচার্য ও সৃজিতের টিমের উপস্থিতিতে আয়োজন করা হয় মহরতের। এবার শুটিং শুরুর পালা।
বলা হয়, ফৈজাবাদের এই বাড়িতে ১৯৮৩-১৯৮৫ সাল পর্যন্ত ছিলেন গুমনামী বাবা। সেখানেই মারা যান তিনি। সেই বাবা কে বা কোথা থেকে এসেছিলেন, তা কারো জানা নেই। এমনকী তাঁর আসল নাম পর্যন্ত জানা নেই কারো। তবে সাক্ষ্যপ্রমাণ অনুযায়ী নাকি ওই বাবাই ছিলেন নেতাজি। এই নিয়ে এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে কমিশনও গঠন হয়েছিল। ৩৪৭ পাতার রিপোর্টও জমা পড়েছিল।
গুমনামী বাবার চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চ্যাটার্জিকে। ছবির প্রযোজনা করছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। নেতাজির জন্মদিনের দিন সামনে এসেছে ছবির প্রথম পোস্টার। খুব শিগগিরিই শুটিং শুরু হবে। ২০২০ সালের জানুয়ারিতে মুক্তি পাবে ছবিটি।