পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ইষ্টবেঙ্গলের শতবর্ষে তথ্যচিত্র তৈরি করবেন গৌতম ঘোষ

'নিউ আর্থ' দিয়ে শুরু করেছিলেন তথ্যচিত্র বানানোর কাজ । তারপর একের পর এক ব্যক্তিত্ব, বিষয় দিয়ে বানিয়ে ফেলেছেন তথ্যচিত্র । এবার পরিচালক গৌতম ঘোষের পরিকল্পনায় রয়েছে ইস্টবেঙ্গল নিয়ে তথ্যচিত্র ।

গৌতম ঘোষ

By

Published : Jul 28, 2019, 1:24 PM IST

কলকাতা : 1973 সালে 'নিউ আর্থ' দিয়ে শুরু করেছিলেন তথ্যচিত্র বানানোর কাজ । কখনও কোনও ব্যক্তিত্ব, তো কখনও কোনও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বানিয়ে ফেলেছেন তথ্যচিত্র । তাঁর ঝুলিতে রয়েছে বিভিন্ন ধরনের তথ্যচিত্র । তিনি পরিচালক গৌতম ঘোষ । বানিয়ে ফেলেছেন জ্যোতি বসু, দলাই লামার মতো ব্যক্তিত্বদের নিয়ে তথ্যচিত্র । সম্প্রতি কলকাতা হাইকোর্টের উপর তথ্যচিত্রের কাজ শেষ করেছেন পরিচালক ।

এবার তাঁর পরিকল্পনায় রয়েছে নতুন একটি তথ্যচিত্র । বিষয় ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের শতবর্ষ । তথ্যচিত্রটি নিয়ে ETV ভারত সিতারার সঙ্গে কথা বললেন পরিচালক গৌতম ঘোষ ।

গৌতম ঘোষ বলেন, "একটি পরিকল্পনা করেছি । বর্ষপূর্তি চলবে আগামী বছর পর্যন্ত । এখন কাজ চলছে তথ্যচিত্রের । টুকটাক শুটিং করা হয়েছে । তবে পুরোদমে কাজ শুরু হয়নি ।"

তিনি আরও বলেন, "1 অগাস্ট ইস্টবেঙ্গলের একটা বড় অনুষ্ঠান আছে । সেখানে ওঁরা হয়তো ঘোষণা করবে । আমার মনে হচ্ছে, বিষয়টা খুবই ইন্টারেস্টিং হবে । এরকম পৃথিবীতে খুব কম জায়গা আছে । ইস্টবেঙ্গল-মোহনবাগান, মোহনবাগান-ইস্টবেঙ্গল । এরকম পজ়িটিভ কম্পিটিশনও খুব কম আছে । এর সঙ্গে আমাদের বাঙালিদের ইমোশনাল সম্পর্কও জড়িয়ে আছে ।"

ABOUT THE AUTHOR

...view details