পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বাঁশুরী-তেই প্রথমবার একসঙ্গে অনুরাগ কাশ্যপ ও ঋতুপর্ণা সেনগুপ্ত - ঋতুপর্ণা সেনগুপ্ত

হিন্দি ভাষার এই ছবির পরিচালক হরি বিশ্বনাথন । ছবির নাম বাঁশুরী ৷ এই ছবিতে অনুরাগ কাশ্যপ, ঋতুপর্ণা সেনগুপ্ত ছাড়াও দেখা যাবে মারাঠি অভিনেতা উপেন্দ্র লিমাইকে ।

অনুরাগ কাশ্যপ ও ঋতুপর্ণা সেনগুপ্ত
অনুরাগ কাশ্যপ ও ঋতুপর্ণা সেনগুপ্ত

By

Published : Apr 9, 2021, 10:52 PM IST

কলকাতা, 9 এপ্রিল : প্রথমবার একই ছবিতে একসঙ্গে অভিনয় করতে চলেছেন পরিচালক অনুরাগ কাশ্যপ এবং ঋতুপর্ণা সেনগুপ্ত । ছবির নাম বাঁশুরী ৷ এই ছবিতে অনুরাগ কাশ্যপ, ঋতুপর্ণা সেনগুপ্ত ছাড়াও দেখা যাবে মারাঠি অভিনেতা উপেন্দ্র লিমাইকে ।

হিন্দি ভাষার এই ছবির পরিচালক হরি বিশ্বনাথন । চেন্নাই নিবাসী পরিচালক এর আগে বেশ কিছু ছবি করেছেন ৷ যার মধ্যে অন্যতম 'মনিটর' ৷ এই ছবিতে অভিনয় করেছিলেন আর এক বাঙালি অভিনেত্রী চিত্রাঙ্গদা । ঋতুপর্ণা সেনগুপ্ত বহুদিন ধরেই বাংলা ছবির পাশাপাশি হিন্দি ছবি করছেন ৷ অপরদিকে পরিচালক অনুরাগ কাশ্যপের এটি প্রথম সিনেমা নয় ৷ এর আগে 'কে ভার্সেস কে' ছবিতে অনিল কাপুরের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছিলেন অনুরাগ । তবে পরিচালনার পাশাপাশি অনুরাগের অভিনয়ের প্রতি ভালোবাসার কথা সকলেরই জানা । বহু ছবিতে ক্যামিও চরিত্রে দেখা গেছে অনুরাগকে ।

আরও পড়ুন : সুন্দরীর মুকুট কেড়ে নেওয়ায় গ্রেফতার শ্রীলঙ্কা মিসেস ওয়ার্ল্ড

এই ছবির অপর অভিনেতা উপেন্দ্র মারাঠি ছবি অভিনেতা তার ছবি যোগুয়ার জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পান তিনি । এবার দেখার এই ছবিতে এই তিনজন বলিষ্ঠ অভিনেতা ঠিক কীভাবে ধরা দেন ।

ABOUT THE AUTHOR

...view details