পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Arpita Chatterjee: লকডাউনে রুটিনে না-থাকাটাই রুটিন, খোলামেলা আড্ডায় অর্পিতা - guldasta

লকডাউনে কী করেন ? হাতে কী কী প্রজেক্ট ? গুলদস্তা ফিল্মে তাঁর চরিত্রটা কেমন ? এমনই নানা প্রশ্নের খোলামেলা জবাব দিলেন অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্য়ায় (Arpita Chatterjee) ৷ শুনলেন প্রকৃতি বসু ৷

exclusive-interview-of-actress-arpita-chatterjee-after-releasing-her-film-guldasta-on-ott-platform
লকডাউনে রুটিনে না-থাকাটাই রুটিন, খোলামেলা আড্ডায় অর্পিতা

By

Published : Jun 23, 2021, 7:40 PM IST

Updated : Jun 23, 2021, 10:27 PM IST

কলকাতা, 23 জুন : করোনার জেরে কার্যত লকডাউন চলছে রাজ্যে ৷ এই সময়টায় যোগাভ্যাস করে, ডায়েট মেনে দিন কাটছে অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্য়ায়ের (Arpita Chatterjee) ৷ তাঁর মতে, এই সময়টায় কোনও রুটিন না-থাকাটাই রুটিন ৷ পরবর্তী প্রজেক্টগুলির কথাবার্তাও এগিয়ে রাখছেন ৷ সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে তাঁর ফিল্ম গুলদস্তা ৷ আসছে স্যাটেলাইটেও ৷ তাই নিয়েও বেশ এক্সাইটেড ৷ এক্সক্লুসিভ সাক্ষাত্কারে ইটিভি ভারতের সঙ্গে মন খুলে গল্প করলেন অর্পিতা ৷

ইটিভি ভারত:প্রথমেই বলো, কার্যত লকডাউনের এই সময়টায় তোমার রুটিন কী ?

অর্পিতা : কোনও রুটিন না-থাকাটাই একটা রুটিন ৷ বাড়িতেই আছি ৷ একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি ৷ বাড়িতে থেকে মনোনিবেশ করে জিম করার মানুষ আমি নই ৷ তবে সামান্য জিম বা যোগাভ্যাস কিছু একটা করা দরকার, সবাই তাই বলছেন ৷ হেলদি ডায়েট মেনে চলাটাও জরুরি ৷ সেটাই করার চেষ্টা করছি ৷ সুষম খাওয়া-দাওয়ার উপর খেয়াল রাখছি ৷ পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছি ৷ আর যে ছবিগুলি নিয়ে পরিকল্পনা চলছে, সেগুলি নিয়ে কথা বলাও সেরে রাখছি ৷ ডিরেক্টরদের সঙ্গে ফোনে কথা হচ্ছে ৷ এ ছাড়াও দিল্লিতে আমার একটা কোম্পানি রয়েছে, সেটার কাজ অনলাইনে করতে একটু সময় লাগে ৷ আর গান শুনছি, প্রচুর কনটেন্ট দেখছি ৷ সেই প্রথমবারের লকডাউন থেকেই খালি মনে হচ্ছে, আর যেন আমাদের লকডাউন ফেস করতে না হয় !

আনমনে অর্পিতা

ইটিভি ভারত:করোনার সময়ে মুক্তি পেয়েছিল তোমার ফিল্ম গুলদস্তা ৷ অনেকেই হলমুখো হতে পারেননি, এ বার ওটিটিতে, স্য়াটেলাইটে সেই ফিল্ম ৷ দর্শকদের জন্য কী বলবে ?

অর্পিতা : 2020-তে লকডাউন শুরু হওয়ার পর দীর্ঘদিন সময়টা থমকে গিয়েছিল ৷ তারপরে আবার সব বিধিনিষেধ উঠল, সব ঠিক হল ৷ তখন একটা উইনডো বেরোয় ৷ যখন সিনেমা হলগুলো খোলে ৷ পুজোর ঠিক আগে 2020 সালের 21 অক্টোবর গুলদস্তা মুক্তি পায় ৷ কিন্তু তখনও সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার মানসিক অবস্থা বোধহয় মানুষের ছিল না ৷ আমি তাঁদের দোষও দিই না ৷ আমি নিজেই ছবি দেখতে হলে যাইনি ৷ এটা প্রথম হল, যখন আমার একটা ছবি রিলিজ করছে, প্রিমিয়ার হচ্ছে, আর আমি নিজে সেখানে যাইনি ৷ বাড়ির লোকজন যাননি, বাবা-মা যাননি ৷ আমি নিজে তাঁদের যেতে ডিসকারেজ করেছি ৷ তখন সত্যি খুব খারাপ পরিস্থিতি ছিল ৷ 50 শতাংশ মানুষ হলে ঢুকতে পারতেন ৷ সিনেমা প্রেক্ষাগৃহে রিলিজ করাই যেহেতু দস্তুর, তাই প্রযোজকরা ভেবেছিলেন, এতদিন পর হলে ফিল্ম রিলিজ করলে মানুষ আসবে ৷ কিন্তু তা হয়নি ৷ শুধু গুলদস্তা নয়, বাংলা-হিন্দি যা যা ছবি তখন রিলিজ করেছে, কোনওটাতেই মানুষের স্বতঃস্ফূর্ততা দেখা যায়নি ৷ তারপর আবারও কোভিড আছড়ে পড়ে ৷ স্বাভাবিকভাবেই মানুষের কাছে ফিল্মটি পৌঁছয়নি ৷ আমি খুব খুশি যে এত ভালো একটা কাজ ওটিটি-তে আসছে, স্যাটেলাইটে আসছে ৷ পরিচালক অর্জুনের খুব ভালো কাজ এটা ৷ সিনেমাটা বানানো দর্শকদের জন্যই ৷ গত বছর দেড়েক ধরে দেখছি, ওটিটি প্ল্যাটফর্মই দর্শকদের কাছে পৌঁছনোর সবচেয়ে সফল মাধ্যম ৷ এখন বড় বাজেট, বড় কাস্টিং-এর ছবিও ওটিটি-তেই রিলিজ করছে ৷ বলিউডেও এই দৃষ্টান্ত রয়েছে ৷ বর্তমান পরিস্থিতিতে এটা খুবই সঠিক সিদ্ধান্ত ৷

আরও পড়ুন:এবার ওটিটি-তে 'গুলদস্তা' নিয়ে হাজির স্বস্তিকা-অর্পিতা-দেবযানী

ইটিভি ভারত:গুলদস্তায় তোমার চরিত্রটা কেমন ?

অর্পিতা: আমার চরিত্রের নাম শ্রীরূপা ৷ এর নানা স্তর আছে ৷ প্রাথমিকভাবে একে খুব দুর্বল বলে মনে হয় ৷ খুব সংবেদনশীল একটা চরিত্র ৷ মেয়েটির মধ্য়ে অনেক গুণ আছে ৷ খুব ভালো নাচ করে ৷ ভালো হোমমেকার ৷ একসময়ে ব্যবসা করেছে ৷ সফল না হলেও নিজের কিছু করার ইচ্ছে রয়েছে ৷ বাচ্চা হওয়া নিয়ে মেয়েটির মেডিক্যাল ইস্যু রয়েছে, সেটাকে নিজেই বড় একটা বিষয় বানিয়ে নিয়েছে ৷ চার দেওয়ালে নিজেকে বন্ধ করে ফেলে সে ৷ পরে সেখান থেকে বেরিয়ে আসতেও সক্ষম হয় ৷ এই চরিত্র আমাদের শেখায় যে, জীবনে কোনওকিছুই আল্টিমেট নয় ৷ সবাই সবটা পায় না ৷ যেটা জীবনে নেই, সেটা মেনে নিয়েই সবাইকে এগিয়ে যেতে হয় ৷ গুলদস্তাও সেই কথাই বলে ৷ শ্রীরূপাও তাই করেছে ৷ না পাওয়ার কষ্টটাকে ধরে রেখে বসে থাকার কোনও মানে নেই ৷ এটা আমাদের সবার জন্যই একটা শিক্ষা ৷ আমার এই চরিত্র করতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছে ৷ কারণ আমি এই চরিত্রের একেবারেই বিপরীত ৷ আমি চেষ্টা করেছি পরিচালকের ভাবনার মতো করে চরিত্রটাকে ফুটিয়ে তুলতে ৷

শ্রীরূপার চরিত্রে

ইটিভি ভারত: স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন ?

অর্পিতা : স্বস্তিকাকে আমি বহু বছর ধরে চিনি ৷ তবে কখনও একসঙ্গে স্ক্রিন শেয়ার করা হয়নি ৷ গুলদস্তাতে প্রথম ওর সঙ্গে অভিনয় করি ৷ ও খুব বড় মাপের একজন অভিনেত্রী ৷ এটা নতুন করে বলার আর অবকাশ রাখে না ৷ অভিনেত্রী ছাড়াও ব্যক্তি হিসেবেও ওকে আমি খুব শ্রদ্ধা করি ৷ ওর জীবনের যে আদর্শ তা খুবই আকর্ষণীয় ৷ ও খুব স্বাধীন মহিলা ৷ ও নিজে জানে ও কী করবে ৷ ও সবসময় মনের কথা শোনে ৷ সে জন্যই ওকে খুব শ্রদ্ধা করি ৷ অনেক দিনের চেনা বলে খুব আনন্দ করে কাজটা করেছি ৷ ওর চরিত্রটাও খুব ভালো ফুটিয়ে তুলেছে ৷ অফ স্ক্রিন কেমিস্ট্রি ভালো ছিল বলেই তা খুব কাজে লেগেছে ৷ আবারও ওর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি ৷

আরও পড়ুন:কবজি ডুবিয়ে ডাব চিংড়ি-মাটন, প্রথম জামাই ষষ্ঠী জমজমাট তারকা জুটিদের

ইটিভি ভারত: এই ফিল্মে শ্যুটিং-এর কোনও স্মরণীয় অভিজ্ঞতা আছে ?

অর্পিতা : স্মরণীয় ঠিক সে রকম কিছু নেই ৷ একটা কথা বলব, খুব কম দিনে ছবিটা শেষ করা হয়েছে ৷ এত যত্ন করে করা ছবি, অথচ খুব স্বল্প দিন শ্যুটিং হয়েছে ৷ বাজেটের কিছু সীমাবদ্ধতা থাকে ৷ সবসময় একটা প্রেশার থাকে ৷ কাজ তুলতে হবে ৷ সহ অভিনেতা অভিনেত্রীরা সবাই বন্ধু স্থানীয় ৷ তাই এত প্রেশারের মধ্যেই আনন্দ করে কাজটা হয়ে গিয়েছে ৷

গুলদস্তায় তিন কন্যা

ইটিভি ভারত:এই মুহূর্তে হাতে আর কী প্রজেক্ট আছে ?

অর্পিতা : বেশকিছু পরিকল্পনা রয়েছে ৷ আমরা করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে দিয়ে যাচ্ছি ৷ আবার তৃতীয় ঢেউ আসছে ৷ তাই সময়টা খুব অনিশ্চিত ৷ কিছু দীর্ঘমেয়াদি পরিকল্পনাই করা যাচ্ছে না ৷ বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে পরিকল্পনা চলছে ৷ গুলদস্তার পরিচালক অর্জুনের সঙ্গেই একটা ছবি নিয়ে কথা চলছে ৷ দেখা যাক ৷

আরও পড়ুন:"ঝুঁকি না-নিলে গল্প তৈরি হয় না", ভেজা শরীরে ভিডিয়ো পোস্ট নুসরতের

ইটিভি ভারত:শেষ প্রশ্ন ৷ কিছুদিন আগেই ঋতুপর্ণ ঘোষের মৃত্যুদিন গেল ৷ তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে কী বলবে ?

অর্পিতা : ঋতুদার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে বলাটা খুব কঠিন ৷ কাজের জায়গা থেকে তাঁকে ভাবাটাই মুশকিল ৷ কারণ তিনি আমার কাছে একজন ফ্রেন্ড, ফিলোজাফার ও গাইড ৷ তাঁর সঙ্গে কাজ করাটা বিরাট শেখার জায়গা ৷ তাঁর সান্নিধ্যে থাকাটাই একটা লার্নিং প্রসেস ৷

Last Updated : Jun 23, 2021, 10:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details