পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কর্মীদের সাহায্যার্থে নিজের আড়াই কোটি টাকা বেতন নিচ্ছেন না একতা - একতা কাপুরের খবর

বালাজি টেলিফিল্মসের মালিক একতা কাপুর তাঁর কর্মীদের পাশে এসে দাঁড়ালেন এই লকডাউনের কঠিন সময়ে । কর্মীদের সাহায্যার্থে নিজের এক বছরের মাইনে পরিত্য়াগ করলেন একতা । অর্থাৎ এই দুঃসময়ে যাতে তাঁর কর্মীদের কোনও আর্থিক কষ্ট না হয় বা তাঁদের মাইনে পেতে যাতে কোনও অসুবিধা না হয়, সেই কথা ভেবে একতা নিজের আড়াই কোটি টাকা বেতন নেবেন না । জানালেন সোশাল মিডিয়ায় ।

ekta kapoor helps workers in Balaji group
ekta kapoor helps workers in Balaji group

By

Published : Apr 3, 2020, 9:59 PM IST

মুম্বই : বালাজি টেলিফিল্মস ভারতীয় টেলিভিশন ও সিনেমার দুনিয়ায় এক অতি পরিচিত নাম । এক বিশাল সংখ্যক কর্মী ও ফ্রিলান্সার চাকরি করেন এই প্রতিষ্ঠানের অধীনে । লকডাউনের এই পরিস্থিতিতে তাঁদের কথাই আগে ভাবলেন মালিক একতা ।

সোশাল মিডিয়ায় একটি অফিশিয়াল স্টেটমেন্ট দিয়েছেন একতা । সেখানে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, "কোরোনার ক্রাইসিসটা বিশাল এবং অপ্রত্য়াশিত । তাই আমাদের চারপাশে থাকা মানুষ এবং সর্বোপরি এই দেশজুড়ে ছড়িয়ে থাকা সমস্ত অসহায় মানুষদের জন্য যা যা করা দরকার আমাদের করতে হবে ।"

একতা এবার তাঁর সাহায্যের পন্থাটা খোলসা করেছেন স্টেটমেন্টে । তিনি জানিয়েছেন, "আমি আমার এক বছরের মাইনে, অর্থাৎ 2.5 কোটি টাকা নেব না । এই ক্রাইসিসের সময়ে যাতে আমার সহকর্মীরা কোনওরকম আর্থিক কষ্টের মধ্যে না পড়েন,তাই আমার এই সিদ্ধান্ত ।"

এরপর সবাইকে একসঙ্গে থাকতে বলেছেন একতা, এই দুঃসময়ে সবাইকে সবার পাশে দাঁড়াতে বলেছেন তিনি । দেখে নিন তাঁর পোস্ট...

ABOUT THE AUTHOR

...view details