মুম্বই : বালাজি টেলিফিল্মস ভারতীয় টেলিভিশন ও সিনেমার দুনিয়ায় এক অতি পরিচিত নাম । এক বিশাল সংখ্যক কর্মী ও ফ্রিলান্সার চাকরি করেন এই প্রতিষ্ঠানের অধীনে । লকডাউনের এই পরিস্থিতিতে তাঁদের কথাই আগে ভাবলেন মালিক একতা ।
সোশাল মিডিয়ায় একটি অফিশিয়াল স্টেটমেন্ট দিয়েছেন একতা । সেখানে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, "কোরোনার ক্রাইসিসটা বিশাল এবং অপ্রত্য়াশিত । তাই আমাদের চারপাশে থাকা মানুষ এবং সর্বোপরি এই দেশজুড়ে ছড়িয়ে থাকা সমস্ত অসহায় মানুষদের জন্য যা যা করা দরকার আমাদের করতে হবে ।"