কলকাতা, 8 নভেম্বর: নতুন পরিচালক বিক্রম আদিত্য অর্জুনের হাত ধরে ফের একটি থ্রিলার ছবিতে কাজ করতে চলেছেন অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী ৷ সাইকোলজিক্যাল এই থ্রিলারের নাম 'মৃত্যুর রং ধূসর'৷
এই ছবিতে অভিনয় প্রসঙ্গে, চিরঞ্জিৎ চক্রবর্তী বলেন, "বাংলা ছবি হোক বা ওয়েব সিরিজ সবই এখন থ্রিলারনির্ভর। এককথায় এখন থ্রিলার যুগ চলছে বলা যায়। আমাদের ছবিও থ্রিলারধর্মী। খুনের রহস্য সমাধান করব আমি। ক্রাইম ব্রাঞ্চের মুখ্য অনুসন্ধানকারীর চরিত্রে রয়েছি। ভাল চরিত্র, ভাল গল্প। একের পর এক খুন হয়েই চলেছে। নিরপরাধ লোকেরা খুন হয়ে যাচ্ছে। কিন্তু কেন? কে এসব করছে? জানতে হলে ছবিটা দেখতে হবে। শুটিং শুরু হবে খুব তাড়াতাড়ি।"
এই ছবিতে মহিলা পুলিশ ইন্সপেক্টরের ভূমিকায় অভিনয় করছেন ঐন্দ্রিলা বসু। বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ ঐন্দ্রিলা। সাধরণত দুষ্টু-মিষ্টি স্বভাবের বিভিন্ন চরিত্রেই তাঁকে দেখেছেন দর্শক। এই ছবিতে নিজের চরিত্র প্রসঙ্গে তিনি বলেছেন, "এই ছবিতে আমাকে একেবারে অন্য চরিত্রে পাবেন দর্শকরা। রীতিমতো চমকে যেতে পারেন তাঁরা। খুব গম্ভীর, স্বল্পভাষী একটি চরিত্র আমার। আমি নিজেকেই নিজে চিনতে পারব না বোধহয়। আমার চরিত্রের অনেক দিক আছে। সেটা জানতে হলে দেখতে হবে ছবিটা। "