কলকাতা : বাংলা সিনেমা থেকে শুরু করে ধারাবাহিক । সব জায়গাতেই শিল্পীদের দেখতে পাওয়া যায় । তবে শুধুমাত্র অভিনয়ই নয়, বিভিন্ন রিয়েলিটি শো-এর সঞ্চালক হিসেবেও দেখতে পাওয়া গিয়েছে তাদের । কিন্তু, কোরোনার জেরে এখন পরিস্থিতিটা একেবারেই অন্যরকম হয়ে গিয়েছে । অভিনয় থেকে আপাতত বাদ দেওয়া হয়েছে 10 বছরের কম বয়সি শিল্পীদের । তাদের সুরক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয় । এদিকে 11 জুন থেকেই শুরু হয়েছে ধারাবাহিকের শুটিং । 15 জুন থেকে টেলিভিশনে নতুন এপিসোড সম্প্রচারিতও হচ্ছে । সব কিছুই বাড়িতে বসে দেখতে পারছে খুদে শিল্পীরা । এই পরিস্থিতিতে কেমনভাবে দিন কাটাচ্ছে তারা ? কতটা মিস করছে শুটিং ফ্লোরকে ? তা জানতেই ETV ভারতের তরফে যোগাযোগ করা হয়েছিল বেশ কিছু শিশু শিল্পীর সঙ্গে ।
মেকআপ, লাইট, ক্যামেরা, শুটিং ফ্লোর সব কিছুই এখন খুব মিস করছে অভিরূপ, লাড্ডু ও উদিতারা । বাড়িতে বন্দী অবস্থায় দিন কাটছে তাদের । মন খুবই খারাপ । কবে আবার শুটিং ফ্লোরে ফিরতে পারবে সেই কথাই চিন্তা করছে তারা । তবে মন খারাপ হলেও পরিস্থিতিকে মেনে নিতে হয়েছে তাদের ।
"শ্রীময়ী আন্টি, জুন আন্টি আমার খোঁজ নেয়" : অভিরূপ সেন
'গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে' ধারাবাহিক দিয়ে ছোটো পরদায় অভিনয় করতে এসেছিল একরত্তি অভিরূপ সেন । তবে, এই ধারাবাহিকের থেকেও অভিরূপকে দর্শক বেশি চিনেছে 'শ্রীময়ী' ধারাবাহিকের 'বুকান' হিসেবে । তার উপরে বেশ কয়েকটি সিনেমাতেও কাজ করে ফেলেছে সে । তাই দর্শকদের কাছে এখন অতিপরিচিত অভিরূপ । তবে লকডাউনের জেরে স্কুল থেকে শুটিং ফ্লোরে যাওয়া সবই বন্ধ আছে তার । সে বলে, "কী করে স্কুলে যাব, লকডাউনে তো সব বন্ধ । বাড়িতে বসে অনলাইন ক্লাস নিচ্ছে ম্যামরা ।"
'শ্রীময়ী' ধারাবাহিকের টিমের সঙ্গে বেশ এখনও কথা হয় অভিরূপের । বলে, "আমার খুব মন খারাপ । শুটিং করতে পারছি না । সবাইকে মিস করছি । সবচেয়ে বেশি মিস করছি শ্রীময়ী আন্টি (ইন্দ্রানী হালদার), জুন আন্টিকে (উষসী চক্রবর্তী) । ওরাও আমাকে মিস করছে । আমি ওদের খুব মিস করছি ।"