পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

শুটিং মিস করছে খুদেরা - shooting tollywood

মেকআপ, লাইট, ক্যামেরা, শুটিং ফ্লোর সব কিছুই এখন খুব মিস করছে অভিরূপ, লাড্ডু ও উদিতারা । বাড়িতে বন্দী অবস্থায় দিন কাটছে তাদের । মন খুবই খারাপ । কবে আবার শুটিং ফ্লোরে ফিরতে পারবে সেই কথাই চিন্তা করছে তারা । তবে মন খারাপ হলেও পরিস্থিতিকে মেনে নিতে হয়েছে তাদের ।

asd
asd

By

Published : Jul 3, 2020, 10:28 PM IST

কলকাতা : বাংলা সিনেমা থেকে শুরু করে ধারাবাহিক । সব জায়গাতেই শিল্পীদের দেখতে পাওয়া যায় । তবে শুধুমাত্র অভিনয়ই নয়, বিভিন্ন রিয়েলিটি শো-এর সঞ্চালক হিসেবেও দেখতে পাওয়া গিয়েছে তাদের । কিন্তু, কোরোনার জেরে এখন পরিস্থিতিটা একেবারেই অন্যরকম হয়ে গিয়েছে । অভিনয় থেকে আপাতত বাদ দেওয়া হয়েছে 10 বছরের কম বয়সি শিল্পীদের । তাদের সুরক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয় । এদিকে 11 জুন থেকেই শুরু হয়েছে ধারাবাহিকের শুটিং । 15 জুন থেকে টেলিভিশনে নতুন এপিসোড সম্প্রচারিতও হচ্ছে । সব কিছুই বাড়িতে বসে দেখতে পারছে খুদে শিল্পীরা । এই পরিস্থিতিতে কেমনভাবে দিন কাটাচ্ছে তারা ? কতটা মিস করছে শুটিং ফ্লোরকে ? তা জানতেই ETV ভারতের তরফে যোগাযোগ করা হয়েছিল বেশ কিছু শিশু শিল্পীর সঙ্গে ।

মেকআপ, লাইট, ক্যামেরা, শুটিং ফ্লোর সব কিছুই এখন খুব মিস করছে অভিরূপ, লাড্ডু ও উদিতারা । বাড়িতে বন্দী অবস্থায় দিন কাটছে তাদের । মন খুবই খারাপ । কবে আবার শুটিং ফ্লোরে ফিরতে পারবে সেই কথাই চিন্তা করছে তারা । তবে মন খারাপ হলেও পরিস্থিতিকে মেনে নিতে হয়েছে তাদের ।

"শ্রীময়ী আন্টি, জুন আন্টি আমার খোঁজ নেয়" : অভিরূপ সেন

'গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে' ধারাবাহিক দিয়ে ছোটো পরদায় অভিনয় করতে এসেছিল একরত্তি অভিরূপ সেন । তবে, এই ধারাবাহিকের থেকেও অভিরূপকে দর্শক বেশি চিনেছে 'শ্রীময়ী' ধারাবাহিকের 'বুকান' হিসেবে । তার উপরে বেশ কয়েকটি সিনেমাতেও কাজ করে ফেলেছে সে । তাই দর্শকদের কাছে এখন অতিপরিচিত অভিরূপ । তবে লকডাউনের জেরে স্কুল থেকে শুটিং ফ্লোরে যাওয়া সবই বন্ধ আছে তার । সে বলে, "কী করে স্কুলে যাব, লকডাউনে তো সব বন্ধ । বাড়িতে বসে অনলাইন ক্লাস নিচ্ছে ম্যামরা ।"

বাবা-মায়ের সঙ্গে অভিরূপ

'শ্রীময়ী' ধারাবাহিকের টিমের সঙ্গে বেশ এখনও কথা হয় অভিরূপের । বলে, "আমার খুব মন খারাপ । শুটিং করতে পারছি না । সবাইকে মিস করছি । সবচেয়ে বেশি মিস করছি শ্রীময়ী আন্টি (ইন্দ্রানী হালদার), জুন আন্টিকে (উষসী চক্রবর্তী) । ওরাও আমাকে মিস করছে । আমি ওদের খুব মিস করছি ।"

কবে যে লকডাউন শেষ হবে কে জানে : লাড্ডু

রিয়েলিটি শো থেকে শুরু করে সাম্প্রতিককালের বেশ কয়েকটি বাংলা ছবিতে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছে খুদে শিল্পী লাড্ডু । শুটিং করতে না পারার যন্ত্রণা স্পষ্টই ধরা পড়ল এই একরত্তির গলায় । "কবে এসব লকডাউন-ফকডাউন শেষ হবে, আবার নর্মাল জীবন হবে, আমি আবার অভিনয়ে ফিরব, সেটাই ভাবছি ।" লাড্ডুর মা তাকে অন্য কাজে নানাভাবে ব্যস্ত রাখার চেষ্টা করছেন । অনেক অভিভাবকই এভাবেই হয়তো তাঁদের সন্তানদের মন ভুলিয়ে রাখার চেষ্টা করছেন । লাড্ডু বলে, "আমি রান্না শিখেছি এই লকডাউনে । ম্যাগি করেছি, স্যান্ডউইচ করেছি । তারপর আমি ভিডিয়ো গেমসও খেলেছি ।"

সোহমের সঙ্গে লাড্ডু

"মিঠুন আঙ্কেলকে মিস করি খুব" : উদিতা মুন্সী

রিয়েলিটি শো, 'জয় বাবা লোকনাথ'-এর মত ধারাবাহিক ও একাধিক ছবিতে অভিনয় করছিল সে । এখন শুটিং করতে না পারায় মনমরা হয়ে পড়েছে উদিতা । বলে, "আমার বয়স 10 বছরের নিচে । তাই শুটিং করতে পারছি না । খুব মন খারাপ হচ্ছে । বাড়িতে বসে একা একা আঁকাআঁকি করছি, অন্য কাজ করছি ।" যেমন মন্টিসারিতে গেলে কিংবা স্কুলে গেলে অনেক বন্ধু হয়, তেমনই শুটিং করতে এলেও সমবয়সি বাচ্চাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে । ঠিক যেমনটা গড়ে উঠেছে অভিরূপ, লাড্ডু ও উদিতার মধ্যে । উদিতা বলে, "আমাকে লাড্ডু আর অভিরূপ খুব মিস করছে । আমিও ওদের মিস করি । ওরা আমার বন্ধু । আমাদের ফোনে কথা হয় । অভিরূপ ফোন করে জিজ্ঞাসা করে, এই কিউটি গার্ল কেমন আছিস ? লাড্ডুও তাই জিজ্ঞাসা করে ।"

মিঠুনের সঙ্গে উদিতা

তবে, 'ডান্স ডান্স জুনিয়র' রিয়েলিটি শো করার সময় মিঠুন চক্রবর্তীর সঙ্গে খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছিল উদিতার । বলে, "আমি সবচেয়ে বেশি মিস করছি মিঠুন আঙ্কেলকে । উনি আমাকে খুব ভালোবাসেন । আঙ্কেলের সঙ্গে যে কাকুরা থাকত, প্রতিদিন সকালে ওয়ার্কশপে আমার আর লাড্ডুর কথা বলিয়ে দিত । আমরা খুব মজা করতাম ।"

ABOUT THE AUTHOR

...view details