পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Chehre: মুক্তি পেল চেহরে, নজরকাড়া ইমরান; বিনা পয়সায় অভিনয় করেছেন অমিতাভ - রিয়া চক্রবর্তী

মুক্তি পেল মিস্ট্রি থ্রিলার চেহরে (Chehre) ৷ এই ছবিতে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) ও ইমরান হাশমির (Emraan Hashmi) অভিনয় দর্শকদের নজর কেড়েছে ৷ ফিল্মে আছেন রিয়া চক্রবর্তীও (Rhea Chakraborty)৷

chehre-released-producer-anand-palit-reveals-amitabh-bachchan-did-this-film-for-free
মুক্তি পেল চেহরে, নজরকাড়া ইমরান; ফ্রিতে অভিনয় করেছেন অমিতাভ

By

Published : Aug 27, 2021, 7:12 PM IST

মুম্বই, 27 অগস্ট: মুক্তি পেল অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) ও ইমরান হাশমির (Emraan Hashmi) মিস্ট্রি থ্রিলার চেহরে (Chehre) ৷ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এটাই তাঁর চর্চিত গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তীর (Rhea Chakraborty) প্রথম ফিল্ম ৷ তবে এই ছবিতে অভিনয় করার জন্য বিগ বি একটা টাকাও নেননি ৷ একটি সাক্ষৎকারে এ কথা জানিয়েছেন ফিল্মের প্রযোজক আনন্দ পালিত (Anand Palit) ৷ শুধু তাই নয়, ছবির শ্যুটিংয়ের জন্য নিজের আন্তর্জাতিক সফরের খরচও বিগ বি নিজেই বহন করেছেন বলে জানান তিনি ৷ এই ছবিতে সবার অভিনয় বেশ মনে ধরেছে দর্শকদের ৷

চেহরেতে দেখা যাবে একটি কোর্টরুম ড্রামা ৷ এই ছবির স্ক্রিপ্ট দেখে বিগ বি নাকি এতটাই খুশি হয়েছিলেন যে, তিনি আর এক মুহূর্ত ভাবেননি ৷ ঠিক করে ফেলেন যে, এই ফিল্মে অভিনয় করবেন ৷ রুমি জাফরি পরিচালিত এই ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে অমিতাভকে ৷ তিনি একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন ৷ আর ইমরান হাশমির চরিত্র একজন ডাকসাইটে ব্যবসায়ীর ৷ এই ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে টেলিভিশনের অভিনেত্রী ক্রিস্টল ডি'সুজাকে ৷

রহস্য ও রোমাঞ্চে ভরা এই ছবির শুরুটা বেশ ভালই হয় ৷ ঝড়ের রাতে চার বন্ধুর বাংলোয় গিয়ে উপস্থিত হন ইমরান হাশমি ৷ সেই চারজন আশ্চর্য এক খেলা খেলেন ৷ তাঁদের আদালতে রোজ একটি মামলা তোলা হয়, তবে তার ন্যায়বিচার হয় না ৷ শুধু রায়দান হয় ৷ এখান থেকেই গল্পের শুরু ৷ তবে শেষ পর্যন্ত সেই রোমাঞ্চ কতটা অটুট থাকল, তা জানতে হলে ছবিটি দেখতে হবে বলে জানিয়েছেন নির্মাতারা ৷

আরও পড়ুন:Amitabh Bachchan: অমিতাভের দেহরক্ষীর আয় 1.5 কোটি, বদলি করে তদন্ত শুরু

ছবির মুক্তি আরও আগে হওয়ার কথা ছিল ৷ তবে কোভিড বিধির কারণে তা অনেকটা পিছিয়ে যায় ৷ এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া উচিত ছিল বলে মত প্রযোজক আনন্দ পালিতের ৷ তিনি বলেছেন, "গোটা টিম দারুণ কাজ করেছে ৷ চেহরের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া উচিত ছিল ৷ তবে এটি যে অবশেষে দর্শকদের কাছে পৌঁছল, তাতেই আমরা দারুণ খুশি ৷"

আরও পড়ুন:Mimi Congratulates Nusrat: নুসরতকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, বোনুয়াকে অভিনন্দন মিমির

চেহরে ছাড়াও বিগ বির পরপর অনেকগুলো ফিল্ম মুক্তি পাওয়ার কথা রয়েছে ৷ হাতে রয়েছে ব্রহ্মাস্ত্র, মেডে, গুডবাই ও ঝুন্ডের মতো ছবি ৷ তবে বর্তমানে অমিতাভ বচ্চন ব্যস্ত তাঁর জনপ্রিয় টিভি শো কৌন বনেগা ক্রোড়পতির শ্যুটিংয়ে ৷

আরও পড়ুন:KBC 13 : অমিতাভের শোয়ে 5 বদল, প্রথম সপ্তাহেই হটসিটে সৌরভ-সেহওয়াগ

ABOUT THE AUTHOR

...view details