কলকাতা, 21 সেপ্টেম্বর:বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আর বেশিদিন বাকি নেই । করোনার চোখরাঙানি একপ্রকার উপেক্ষা করেই কেনাকাটায় মেতেছে মানুষ । এরই মাঝে দিকে দিকে বিভিন্ন বুটিকে পুজোর নতুন কালেকশন নিয়ে শুরু হয়েছে প্রদর্শনী । সেলিব্রিটিরাও সাজিয়ে বসেছেন তাঁদের পসরা ৷ তাঁদেরই মধ্যে অন্যতম অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায় (Debjani Chattopadhyay) এবং অভিনেতা-বাচিক শিল্পী সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় (Sujoy Prasad Chatterjee)।
অভিনয়ের পাশাপাশি পোশাক এবং গয়নার কালেকশন নিয়ে নতুন ভূমিকায় অনেকদিন ধরেই কাজ করে চলেছেন দেবযানী ও সুজয়প্রসাদ । পুজোর আগে তাঁরা আয়োজন করলেন 'পরব' (Parab) শিরোনামের দু'দিন ব্যাপী এক প্রদর্শনীর । সেখানে প্রদর্শিত হয় অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায়ের পোশাকের রেঞ্জ 'ওই-সে' (Oi-SHEY)- র বিভিন্ন রকমের ইন্দো ওয়েস্টার্ন ড্রেস ও শাড়ির কালেকশন । সঙ্গে ছিল সুজয়প্রসাদের সিরামিক, মোল্টেন ক্লে ও উডেন গয়না এবং সময়িতা চক্রবর্তীর কুরুসের গয়না । 'পরব' অনুষ্ঠিত হল 'জুম টি ও গ্রাফি' ক্যাফে-তে ।
আরও পড়ুন:Shilpa Shetty: 60 দিন পর রাজ কুন্দ্রার মুক্তিতে কী বললেন শিল্পা শেট্টি ?
এই প্রদর্শনীর উদ্বোধন করেন অভিনেত্রী মনামী ঘোষ (Monami Ghosh)। এ ছাড়াও সেখানে বসেছিল চাঁদের হাট ৷ উপস্থিত ছিলেন সোহাগ সেন, অনসূয়া মজুমদার, শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra), চন্দ্রাবলী রুদ্র পাল, দিব্যেন্দু বড়ুয়া, রাতাশ্রী দত্ত, রিচা শর্মা, দেবমাল্য চট্টোপাধ্যায়, সানি রায়-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব । দু'দিন ব্যাপী আয়োজিত এই প্রদর্শনীতে মানুষের বিপুল সাড়া পেয়ে আপ্লুত দেবযানী ও সুজয় ।
দেবযানী বলেন, "এত মানুষের সমাদরে আমি সত্যিই আপ্লুত । পুজোর আগে একেবারে নতুন কালেকশন নিয়ে আমরা পরব আয়োজন করেছিলাম । কোভিড ভীতি কাটিয়ে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে মানুষ যে ভাবে এসে এই প্রদর্শনী সফল করে তুললেন তাতে আমি অভিভূত ।"