কলকাতা : 1962 সাল থেকে সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিনে পালিত হয় শিক্ষক দিবস । স্কুল-কলেজ থেকে শুরু করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাদের জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় আজ । এমন একটি বিশেষ দিনে নিজেদের প্রিয় শিক্ষকদের স্মরণ করলেন তারকারাও ।
অভিনেতা-পরিচালক অনিন্দ্যপুলক বন্দ্যোপাধ্যায় জানান, তাঁর জীবনের প্রিয় দুই শিক্ষাগুরু শিখিয়েছেন অভিনয়-নাটক । তিনি বলেন, "বিষয়টাকে আমি একটু অন্যভাবে দেখি । নাটক, অভিনয়, সিনেমা নিয়েই আমার জীবন । অভিনেতা রাহুলের বাবা বিশ্বনাথ ব্যানার্জি ও জয়তী বোসের কাছেই আমাদের থিয়েটারের শিক্ষা । তাই আমি তাঁদের আমার থিয়েটারের শিক্ষক হিসেবে মানি । বোধের দিক থেকে নোয়াম চমস্কিকে বিশ্ব শিক্ষক হিসেবে মানি ।"
অনিন্দ্যপুলক বন্দ্যোপাধ্যায় পরিচালক সৃজিত মুখার্জি কোনও একজন শিক্ষকের নাম নিতে চাননি । তবে তিনি মনে করেন, জীবনই সবচেয়ে বড় শিক্ষক । তার উপর কেউ নেই । প্রিয় শিক্ষক সম্পর্কে জিজ্ঞাসা করা হলে এক কথায় তাঁর উত্তর, "জীবন" ।
অন্যদিকে অভিনেতা ঋদ্বি সেন প্রিয় ও সেরা শিক্ষক হিসেবে নাম নিলেন বাবা কৌশিক সেন ও মা রেশমি সেনের । তিনি বলেন, "স্কুল-কলেজ, বন্ধুবান্ধব সকলের কাছে পরিচিত হওয়ার আগে যে জায়গায় মানুষের পরিচয় হয়, তা বাবা-মা ও নিজের পরিবার । সাইকোলজিস্টরা বলেন যে, মানুষ বড় হয়ে যেরকমই হোক না কেন, তার অনেকটাই নির্ভর করে জীবনের প্রথম দশ বছরের উপর । সেই 10 বছরের অভিজ্ঞতা মানুষ বাবা-মায়ের থেকেই পায় । আমার ক্ষেত্রে সেই মানুষগুলি হলেন আমার মা এবং বাবা । তাঁরাই আমার প্রিয় শিক্ষক ।"
অভিনেতা উজান গাঙ্গুলি মা চুর্ণী গঙ্গুলিকেই সেরা শিক্ষকের আসনে বসিয়েছেন । তিনি বলেন, "আমার প্রিয় শিক্ষক মা । বছরের পর বছর নিজের কাজ ত্যাগ করে আমার পড়াশোনার দিকটা সামলেছেন । আমার শিক্ষার ভিত তৈরি করেছেন । যেকোনও সাবজেক্টই হোক না কেন, ক্লাস 10 পর্যন্ত পড়িয়েছেন । কাজ থেকে ফিরে খুব টায়ার্ড হওয়া সত্ত্বেও মা আমাকে পড়াতেন । অঙ্ক থেকে শুরু করে ইংরেজি, সবকিছু পড়াতেন । যে কারণে আমার সাহিত্যের প্রতি ভালবাসা তৈরি হয়েছে । তাই মা আমার প্রিয় শিক্ষক ।"